@beautyofcreativity 😎 My best photography of evening. -- @steem-for-future
welcome to my steemit account from @steem-for-future
বন্ধুগণ।
আজ আমি আপনাদের সামনে শেয়ার করব আমার সন্ধ্যাবেলার অফিস এর বাহিরে যখন আকাশ সুন্দর একটি রঙ ধারণ করেছিল সেই সময়ের কিছু ফটোগ্রাফি। আমি আসলে সবসময় ফটোগ্রাফি করতে খুব বেশি ভালোবাসি। যদিও আমার কাছে কোন উন্নত মানের ক্যামেরা কিংবা কোনো ভালো মানের মোবাইল নাই ফটোগ্রাফি করার জন্য তারপরও আমার কাছে যতটুকু সামর্থ্য হয় আমি সেটা দিয়ে সুন্দর সুন্দর ফটোগ্রাফি সংগ্রহ করার চেষ্টা করি আমার ক্রিয়েটিভিটির প্রকাশ করার মাধ্যমে।
ঠিক এই ঘটনাটি আমি আপনাদের মাঝে ভাগ করে নেব সেটি হলো আজ সন্ধ্যা বেলার ঘটনা। প্রতিদিনের মত খুব দ্রুত কাজ করছিলাম আমি। কখন সন্ধ্যা লেগে গিয়েছিল নিজেও বুঝতে পারছিলাম না।
হঠাৎ করেই যখন বাহিরে নজর দিলাম তখন দেখতে পেলাম বাইরের আকাশটা আজ কেমন জানি মেঘলা এবং দেখতে খুব চমৎকার লাগছে।
সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরাটা বের করলাম এবং কয়েকটি ছবি সংগ্রহ করার চেষ্টা করলাম। কিন্তু আমার ভয় হচ্ছিল অফিসে যদি কেউ দেখে ফেলে তাহলে আমার মোবাইলটা আমার কাছ থেকে নিয়ে নেবে এবং সর্বনিম্ন হল এক সপ্তাহ আমাকে মোবাইল থেকে বিরত রাখবে।
তার পরেও আমি আমার সুন্দর আকাশের ফটোগ্রাফি তৈরি করার চেষ্টা করলাম। মোবাইলের ক্যামেরা কে এডিট করার পর আমি দুই রকমের ছবি সংগ্রহ করলাম। ছবি সংগ্রহ করতে আমার অবশ্য খুব ভালো লাগে।
আকাশের ফটোগ্রাফি করে থাকি আমি সবসময়ই। কেননা অন্যান্য সকল টপিকগুলোর মধ্যে আকাশের ফটোগ্রাফি আমার খুব বেশি ভালো লাগে। পৃথিবীতে যতগুলো প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য রয়েছে তার মধ্যে সবথেকে আমি পছন্দ করি আকাশ।
কেননা আমি মনে করি আকাশের দিকে তাকিয়ে থাকলে আমাদের মন আকাশের মতো বিশাল হবে এবং আমরা সুন্দর কিছু সমাজকে উপহার দিতে পারব। উপহার দিতে পারব আমাদের দেশকে এবং আমাদের পুরো পৃথিবীটাকে। যখন মন খারাপ থাকে কিংবা মন বিষণ্নতা দেখা দেয় তখন আমি আকাশের দিকে চেয়ে থাকি। আকাশ দেখতে আমার খুব বেশি ভালো লাগে।
মনকে ফ্রেস সুন্দর এবং প্রাণবন্ত করতে আকাশ দেখার গুরুত্ব অপরিসীম। আকাশ দেখাটা আমাদের জীবনের জন্য একটি সৌভাগ্য।
সারাদিন আমরা আকাশের নিচে দিয়ে চলাফেরা করি এবং আমাদের জীবন যাপন করি। কিন্তু সময়ের সুযোগ নিয়ে আমরা কখনই আকাশের দিকে তাকানোর সময় পাইনা। আমরা যেন খুবই ব্যস্ত আমাদের এই কর্মময় জীবনে।
তার পরেও আমাদের এই শত ব্যস্ততা কে দূরে রেখে অবশ্যই উচিত নিয়মিত আকাশ দেখা এবং আমাদের মনকে ফ্রেস এবং প্রাণবন্ত করতে আকাশের মত মনকে বড় করা। তবেই এই আকাশের সৌন্দর্য সার্থক হবে।
cc
@blacks @photoman #beautyofcreativity
best regards
I am akash sardar. I am a garments worker and a a estimate lover. I love beauty of creativity and Amar Bangla blog community. I love help poor people