ডাই :- কাগজ এবং ওয়ান টাইম কাপ দিয়ে ফ্যান তৈরি।
হ্যালো বন্ধুরা,
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি ডাই শেয়ার করব আপনাদের সাথে। আমি আসলে বিভিন্ন ধরনের ডাই গুলো করতে খুবই পছন্দ করি। তবে ইতিমধ্যে সময়ের জন্য খুব একটা ডাই করা হয় না। তারপরেও ভেবেছি আপনাদের মাঝে সময় করে ডাই শেয়ার করার চেষ্টা করব। এইজন্য আমি নতুন একটা ডাই করেছি। আমি সব সময় কালারফুল ডাই গুলো করতে পছন্দ করি। কারণ এই ধরনের ডাই গুলো দেখতেও খুবই ভালো লাগে। আর আমি নিজেও ডাই গুলো করতে খুবই পছন্দ করি। আজকের ডাই মধ্যে আমি একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম। আশা করি আমার আজকে ডাই আপনাদের ভালো লাগবে। আজকের এই ডাই আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই আপনাদের ভালো লাগবে।
উপকরণ
• রঙিন কাগজ
• কাঁচি
• গাম
• পেন্সিল
• স্কেল
আঁকার বিবরণ :
প্রথমে আমি একটি ওয়ান টাইম কাপ নিলাম। এরপর এই অংশটার চারপাশের অংশ কেটে একটা অংশ খালি রাখলাম।
এরপর মাঝখানের অংশটা ফোটা করে একটা রাবার দিয়ে কাঠি ঢুকিয়ে নিলাম।
এরপরে আমি মাঝখানের অংশে একটা পুঁতি দিয়ে দিলাম।
এরপরে কাগজ দিয়ে চারটা ফ্যানের জন্য কেটে নিলাম।
এই অংশগুলো উপরের অংশে জোড়া লাগিয়ে নিলাম।
এভাবে আমি পুরো ডাই তৈরি করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
শ্রেণী | আর্ট |
---|---|
ডিভাইস | Redmi note 9 |
ফটোগ্রাফার | @tasonya |
লোকেশন | ফেনী |
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy
🎀 ধন্যবাদ সবাইকে 🎀 |
---|
https://x.com/TASonya5/status/1830474740039123050?t=s2blJVlrY8ERnenXZid__Q&s=19
Very nice DIY thanks for sharing
The composition of this photograph is excellent. Thank you for sharing these photographs with us with your amazing skills.
কাগজ এবং ওয়ান টাইম কাপ দিয়ে তৈরি করা এই ফ্যান টি অনেক সুন্দর হয়েছে আপু। এটি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।