আর্ট :- করার খোসা ডাস্টবিনে ফেলার দৃশ্য আর্ট

in Beauty of Creativitylast month

IMG_20240703_124153.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি আর্ট শেয়ার করব আপনাদের সাথে। আমি আসলে বিভিন্ন ধরনের আর্ট গুলো করতে খুবই পছন্দ করি। তবে ইতিমধ্যে সময়ের জন্য খুব একটা আর্ট করা হয় না। তারপরেও ভেবেছি আপনাদের মাঝে সময় করে আর্ট শেয়ার করার চেষ্টা করব। এইজন্য আমি নতুন একটা আর্ট করেছি। আমি সব সময় কালারফুল আর্ট গুলো করতে পছন্দ করি। কারণ এই ধরনের আর্ট গুলো দেখতেও খুবই ভালো লাগে। আর আমি নিজেও আর্ট গুলো করতে খুবই পছন্দ করি। আজকের আর্টের মধ্যে আমি একটু ভিন্নতা আনার চেষ্টা করলাম। আশা করি আমার আজকে আর্ট আপনাদের ভালো লাগবে। আজকের এই আর্টে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই আর্ট করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে।

আঁকার উপকরণ

• আঁকার বই
• রং কলম
• রং করার তুলি
• রংয়ের প্লেট
• পানি

IMG_20231116_110254.jpg

আঁকার বিবরণ :

প্রথমে আমি একটি আঁকার বই নিলাম। এরপর একটি ছেলের মাথার অংশ এঁকে নিলাম।

IMG-20240702-WA0016.jpg

এরপরে একটু একটু করে ছেলেটার শরিরের অংশ এঁকে নিলাম।

IMG-20240702-WA0011.jpg

এরপরে বিভিন্ন কালার দিয়ে রং করা শুরু করি।

IMG-20240702-WA0015.jpg

এরপর বিভিন্ন কালার দিয়ে রং করে নিলাম ছেলেটার জামার মধ্যে।

IMG-20240702-WA0012.jpg

এরপরে একটা ডাস্টবিনট এঁকে এরপরে আমি খুব সুন্দরভাবে রং করে নিলাম।

IMG-20240702-WA0013.jpg

এভাবে আমি পুরো আর্ট করা শেষ করি। আশা করি আমার আজকের আর্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG_20240703_124153.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীআর্ট
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

IMG-20220603-WA0000.jpg


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

Sort:  
 last month 

Lovely drawing. You did an excellent job.

 last month 

Art the scene of throwing the shell into the dustbin very nicely. Thank you so much for sharing this wonderful art with us