The great leader of Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman
প্রিয় স্টিমিট বিশ্ববাসী ভাই ও বোন ও বন্ধুরা আসসালামুয়ালাইকুম,আর কিছুক্ষণ পর বাংলাদেশের শুরু হবে 15 ই আগস্ট যেটা হবে বাংলা এবং বাঙালি জাতির জন্য একটি কলঙ্কময় দিনকারণ এই দিনে আমাদের বাংলাদেশের মহান নেতা বাঙালি জাতির বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবকে কিছু বিপথগামী সেনা বাহিনীর সদস্য নির্মমভাবে সপরিবারে আমাদের প্রিয় নেতাকে হত্যা করে।
#Source FB
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান:
আজ আমি গর্বের সাথে বলতে পারি আমি বাঙালী আমি বাংলাদেশী আমার জন্মভূমি নাম বাংলাদেশ বাংলা আমার মায়ের ভাষা এবং এই ভাষাতে আমি কথা বলি।তাঁরই অবদান আমাদের এই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি জন্ম না হলে হয়তো কোনদিন আমাদের মাতৃভূমির নাম বাংলাদেশ হতো না যিনি জন্ম না হলে আমরা বলতে পারতাম না যে আমাদের দেশের নাম বাংলাদেশ যার কারণে আজ পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র ইত্যাদি নদীর নাম সোনার বাংলা নামে পরিচিত।অজ পাড়াগাঁয়ে জন্ম নেওয়া যে ব্যক্তি জাহার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বাড়ি থেকে শহরে আসতে হলে তার কোন ছিলনা রাস্তাঘাট তিনি আসতে হতো নৌপথে নৌকা দিয়ে যে ব্যক্তিটি এতদূর অজ পাড়াগাঁয়ে থেকে এসে বাংলার অধিপতি হয়েছেন বাংলা নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের স্থপতি হয়েছেন বাঙালি জাতির জনক হয়েছেন বাংলাদেশের মহানায়ক হয়েছেন তার ইনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছাড়া আর কারো সাধ্য নেই এই নামে ভূষিত হওয়ার ।
#Source FB
নামকরণ বা উপসংহার:
আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যার পর জীবিত ছিল দেশের বাইরে থাকা দুই কন্যা একজন শেখ হাসিনা আরেক জন শেখ রেহেনা।বর্তমানে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উনি ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর আমরা এই মহান নেতার পরিচয় পেতে শুরু করেছি আগে আমাদের এই মহান নেতাকে যেভাবে
#Source FB
বিকৃত করা হয়েছে কলঙ্কিত করা হয়েছে আমাদের এই নেতাকে ,এমন ভাবে তুলে ধরা হয়েছিল যে উনি দেশ স্বাধীন করে অনেক বড় মহাপাপ করেছে অন্যায় করেছে আসলে কি তাই ? আজ যার জন্য আমাদের এই সোনার বাংলা।উনার নাম নিশানা মুছে দেওয়ার জন্য বাংলাদেশের বুকে যেন ওনাকে কেউ শরণ না করে তার জন্য কাজ করেছে কিছু ভূয়া রাজনৈতিক দল।কিন্তু সত্য চিরদিনই শত্য থাকে তা একদিন না একদিন প্রকাশ হবেই।
Bangabandhu Sheikh Mujibur Rahman He is the great hero of Bangladesh.
I am writing stories in Bengali in my country.@stmp04