Better Life With Steem || The Diary Game || 15 November 2024 ছুটির দিন বন্ধুর সাথে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলাম।

in Steem For Bangladesh4 months ago
1000014567.jpg

আসসালামু আলাইকুম।

হ্যালো স্টিম প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি সুস্থ আছি।

ডাইরি গেম

1000014567.jpg1000014569.jpg1000014404.jpg1000014582.jpg

আমি ১৫ ই নভেম্বরের ডায়েরি গেম নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, সপ্তাহের ৭ দিন আমাদের একভাবে যায় না, শনিবার থেকে বৃহস্পতিবার আমাদের ক্লাস নিয়ে ব্যস্ত থাকতে হয় তাই শুক্রবারে ছুটির দিন এলেই কোথাও না কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে, গত সপ্তাহ চিন্তা করেছিলাম শুক্রবারে কোথাও যাব, এরপরে আমার এক বন্ধু আমাকে ফোন করে বলল আমি আজকে তোমাদের মাদ্রাসায় আসতেছি, আমি বললাম আচ্ছা ঠিক আছে আসো, জুমার নামাজের আগে ফোন করলাম বললাম তুমি কোথায় আছো সে বলল আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় অর্থাৎ তোমাদের মাদ্রাসা মসজিদে জুমার নামাজ পড়বো। আমি বললাম ঠিক আছে জুমার নামাজ পড়ে মাঠের মধ্যে দাঁড়াবে আমি নিচে গিয়ে তোমাকে নিয়ে আসব।

1000014564.jpg

জুমার নামাজ পড়ে আমি আমার বন্ধুকে নিয়ে হোটেলে চলে গেলাম সেখান থেকে প্রয়োজনীয় তরকারি কিনে আবার মাদ্রাসা চলে আসলাম। যেহেতু মাদ্রাসায় খাবার ছিল, তাই শুধু তরকারি নিয়ে আসাই যথেষ্ট ছিল। যাই হোক খাওয়া-দাওয়া শেষ করে আমার বন্ধু বলল চলো কোথাও ঘুরতে যাই! আমি বললাম চলো আমি ঘুরতে যাওয়ার জন্য একজন সাথী খুজতেছিলাম। তাই আমরা দুজন সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে গিয়েছিলাম, সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার সময় আমরা নীলক্ষেত দিয়ে গিয়েছিলাম। যদিও গুলিস্থান দিয়ে সহজে যাওয়া যায় কিন্তু আমার বন্ধু বলল নীলক্ষেত দিয়ে যাব।

1000014569.jpg1000014568.jpg

আমি নীলক্ষেত দিয়ে চিনি না, কিন্তু গুলিস্তান দিয়ে খুব সহজেই চিনতে পারি। কিন্তু আমার বন্ধু সবদিক দিয়েই সব রাস্তা চেনে তাই ও আমাকে সেই দিক দিয়েই ঘুরে নিয়ে গিয়েছিল। আমরা সর্বপ্রথম সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে ঢুকে দেখলাম অসংখ্য লোকজন সেখানে ঘুরতে এসেছে। সেখানে দৈনিক হাজার হাজার মানুষ ঘুরতে যায়। সোহরাওয়ার্দী উদ্যান বিশাল বড়, আমরা চতুরপাশ দিয়ে হেঁটে হেঁটে দেখলাম। বিশেষ করে সাদা টাওয়ারের মতো যেটা সেখানে লোকজন খুব বেশি যাচ্ছে এবং সেখানে অনেক মানুষ প্রতিদিনই ঘুরতে আসে বিশেষ করে শুক্রবারে।

1000014404.jpg1000014570.jpg

আমরা সেখানে অনেক সময় ঘোরাফেরা করেছি ফটো উঠেছি আনন্দ করেছি, সাথে হালকা কিছু নাস্তা করেছি, এরপরে একটি চকবার আইসক্রিম খেয়েছি যার দাম ছিল 35 টাকা করে। আমি যখন আইসক্রিমটা অর্ধেক খেয়েছি তখন ছোট্ট একটা বাচ্চা আমার দিকে এগিয়ে আসলো এবং তার হাতের মধ্যে কতগুলো চকলেট ছিল, মেয়েটি আমাকে বলল ভাইয়া চকলেট নেবেন? আমি বললাম না চকলেট নেব না, মেয়েটি আমাকে বলল আইসক্রিমটা আমাকে দিয়ে দেন আমি খাবো, তখন আমি আমার হাতে থাকা আইসক্রিমটি ছোট্ট মেয়েটিকে ছোট বোন মনে করে দিয়ে দিলাম। মেয়েটি আইসক্রিমটি খেতে খেতে চলে গেল।

1000014582.jpg1000014390.jpg

এরপরে আমরা আরো কিছুক্ষণ সেখানে অবস্থান করেছি এবং কতগুলো ফটোগ্রাফি সংগ্রহ করেছি, জায়গাটি অত্যন্ত সুন্দর তাইতো প্রচুর পরিমাণ লোক সেখানে প্রতিদিন ঘুরতে আসে। তবে আশ্চর্যের বিষয় হলো সোহরাওয়ার্দী উদ্যানে অসংখ্য মানুষ ওপেনে গাঁজা বিক্রি করতেছে এবং খাচ্ছে। বড়ই আফসোস ও পরিতাপের বিষয়। যাইহোক রাত্রে আমরা সেখান থেকে মাদ্রাসায় চলে আসছি। এই ছিল আমার ১৫ই নভেম্বর এর সারা দিনের কার্যক্রম।

1000004942.png

আজকে এখানেই বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

1000004942.png

DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin

1000012376.jpg