Better Life With Steem || The Diary Game || 29 November 2024 ইকরা ফাউন্ডেশন এর উদ্যোগে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন।

in Steem For Bangladesh3 months ago

আসসালামু আলাইকুম।

হ্যালো স্টিম প্রিয় বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি।

আমি নতুন আরেকটি দিন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদের নতুন আরেকটি দিন উপহার দিয়েছেন। দিনটি ছিল শুক্রবার জুমার দিন শুক্রবার মানেই ছুটির দিন। আমাদের শনিবার থেকে বৃহস্পতিবার নিয়ম তান্ত্রিক ভাবে ক্লাস চলে কিন্তু শুক্রবারে কোন ক্লাস নেই শুক্রবার হচ্ছে আমাদের ছুটির দিন। ছুটির দিন সবাই বিশেষ কোনো জায়গায় ভ্রমণ করার পরিকল্পনা করে থাকে। এ সপ্তাহে আমার ভ্রমণ করার কোন পরিকল্পনা ছিল না কেননা আমি বৃহস্পতিবারে গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসেছি। বৃহস্পতিবারে ঢাকায় আসার কারণ হচ্ছে শুক্রবারে আল ইকরা ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিশাল আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

1000015375.png

তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আবার ঘুমিয়ে পড়লাম, যেহেতু শুক্রবারে সকালে ক্লাস নেই। ঘুম থেকে উঠতে উঠতে প্রায়ই 9:30 মিনিট বেজে গিয়েছিল। এরপরে সকালের নাস্তা করার জন্য বাহিরে গিয়েছিলাম কেননা বাসা থেকে আসার পরে মাদ্রাসার খাবার এখনো জারি করি নাই। তাই সকাল বেলা হোটেলে গিয়েছিলাম নাস্তা করার জন্য। আমার সকালের নাস্তায় ছিল দুটি তন্দুর রুটি সাথে ছিল ডাল সবজি। দুঃখের বিষয় হল ডাল শেষ হয়ে গিয়েছিল তাই শুধু সবজি দিয়েছে। কি করার যেহেতু ডাল শেষ সেহেতু শুধু সবজি দিয়েই রুটি খেতে হবে।

1000015181.jpg

রুটি দেওয়ার সময় আমি বলে দিয়েছিলাম রুটি আমাকে কড়া করে ভাজি করে দিতে হবে, এরপরে ওনারা কড়া করে দুটি রুটি ভাজি করে দিল। নাস্তা সেরে মাদ্রাসায় চলে আসলাম। আমার অনেক বন্ধুরা জুমার নামাজের আগেই বাইতুল মোকাররমে চলে গিয়েছে তারা সেখানে জুমার নামাজ আদায় করে অনুষ্ঠানে যুক্ত হবে। আমি তাদের সাথে মেসেঞ্জারে কথা বললাম তারা বলল অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আমি বললাম আমি জুমার নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে তারপরে অনুষ্ঠানে যাব। যেমন কথা তেমন এই কাজ, জুমার নামাজ আদায় করে দুপুরের খাওয়া শেষ করলাম এরপর ৩ঃ৩০ মিনিটে বাইতুল মোকাররম মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম।

1000015371.jpg

যাত্রাবাড়ী থেকে বাসে উঠে গুলিস্তান নেমেছিলাম গুলিস্তান নামার পরে একটি ফটো উঠিয়েছিলাম। গুলিস্তান যাওয়ার পরে আমার এক বন্ধু ফোন করে বলল তুমি কোথায় আছো? আমি বললাম আমি গুলিস্তান আছি, ও বলল আমি তো তোমার আগেই বাইতুল মোকাররমে এসে পড়েছি। আমি বললাম তাহলে তুমি গেইটে দাড়াও আমি আসতেছি। এরপর আমি বাইতুল মোকাররম মসজিদের চত্বরে দাঁড়ালাম, সেখানে অনেক মানুষ ছিল, তারা সবাই আসরের নামাজ আদায় করছে এবং অনেকেই সেখানে বসে গল্পস্বল্প করছে। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে অনুষ্ঠানে এসেছে, অনেকদিন পর দেখা হওয়ার কারণে অনেকেই অনেকের সাথে পরিচিত হচ্ছে।

1000015263.jpg

আমি বাইতুল মোকাররমে যাওয়ার পরে কয়েকটি ফটো সংগ্রহ করি, এরপরে আমার বন্ধুর সাথে দেখা করে অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হই, যদিও অনুষ্ঠান শুরু হয়েছে দুপুর থেকে কিন্তু মূল ও সর্বশেষ কার্যক্রম শুরু হয়েছে মাগরিবের নামাজের পর থেকে। আপনারা আন্তর্জাতিক অনেক কারীদের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনেছেন বিশেষ করে বাংলাদেশের আন্তর্জাতিক কারী শায়খ আহমদ বিন ইউসুফ আল আযহারী হাফিজাহুল্লাহ, শায়েখ হাম্মাদ আনোয়ার নিফিসী হাফিজাহুল্লাহ পাকিস্তান, এছাড়াও ইরান, মিশর, তুরস্ক সহ আরো অনেক দেশ থেকে আন্তর্জাতিক কারীগণ সেখানে উপস্থিত ছিলেন।

1000015145.jpg1000015173.jpg1000015172.jpg

আমরা একে একে প্রত্যেক জনের তেলাওয়াত শুনেছি এবং অন্তরের শান্তি অনুভব করেছি। তেলাওয়াত যতই শুনি ততই শুনতে মনে চায়, শুনতে শুনতে প্রায় রাত ১০ টা পর্যন্ত শুনেছি এরপরে আখেরি মোনাজাত হয়েছে তারপরে আমরা সেখান থেকে মাদ্রাসায় চলে আসি। মাদ্রাসায় আসার সময় আমরা বাস খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, কেননা রাত তখন সাড়ে দশটা পার হয়েছে, বাস তো অনেক আছে কিন্তু যাত্রাবাড়ির কোন যাত্রীকে উঠাচ্ছিল না, ডাইরেক্ট চিটাগাং রোডের যাত্রীদের উঠাচ্ছিল। তাই আমরা অনেকক্ষণ চেষ্টা করার পরে একটি বাস পেলাম। আমরা ফ্লাইওভার দিয়ে ৭ থেকে ৮ মিনিটের মধ্যে যাত্রাবাড়ী এসে নেমে পরি।

1000015098.jpg

নামার পরে আমরা রাতের খাবারের চিন্তাভাবনা করলাম। যেহেতু তখন রাত্রে মাদ্রাসার খাবার আর পাওয়া যাবে না তাই আমাদের বাহির থেকেই খেয়ে আসতে হবে। তাই আমরা একটি রেস্টুরেন্ট খুঁজে নিলাম এবং চারজন মিলে খাবার খেতে বসলাম। আমাদের খাবার ছিল ডিম খিচুড়ি, ওই দোকানে ডিম খিচুড়ি অনেক সুস্বাদু হয় দামও তুলনামূলক কম আছে তাই সেখান থেকেই আমরা রাতের খাবার খাই।

1000004942.png

তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পোস্টে।

1000004942.png

DeviceName
AndroidRealme 12 Pro
Camera50MP 32MP 8MP
LocationBangladesh 🇧🇩
Short by@abdulmomin

1000012376.jpg

Sort:  
 3 months ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. If you have any questions you'd like to know or are experiencing any problems, join our Discord servers for help. We are always active here to serve the users. And you are invited to participate in our weekly online hangout. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiariesX
Voting CSI16.5
Club status5050
Date3 December 2024

 3 months ago 

Thank you so much for taking the trouble to verify my post. I wish you always be well and stay healthy. Thank you so much..