Betterlife // The Diarygame 04-07-2024 // A very nice day

in Steem For Bangladesh3 months ago (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা,কেমোন আছেন সবাই আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি,আলহামদুলিল্লাহ। আমি @alomgir121, বাংলাদেশ থেকে। বন্ধুরা আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন, ধন্যবাদ ।
বন্ধুরা আজকে সকাল ৭.২০ সে ঘুম থেকে উঠি,তার পরে steemit notification,চেক করি। তারপরে বিছানা থেকে উঠে,আমার একটা ইনকিউবেটর মেশিন আছে। সেটা দিয়ে আমি বিভিন্ন ধরনের ডিম ফুটাই। তো সেই মেশিনটা গিয়ে চেক করলাম, যে কি অবস্থা ভিতরে সেটা দেখার জন্য।
IMG_20240705_180912.jpgএটা আমার ইনকিবিউটর মেশিনের ভিতরের ছবি।

ইনকিউবেটর মেশিন টা খুলতে আমার মনটা খুবই আনন্দে ভরে উঠলো। কারণ আমি কিছুদিন আগে প্রায় ১২-১৪ দিন আগে কিছু কোয়েল পাখির ডিম দিয়েছিলাম। সেগুলো দেখলাম ফুটে বের হোচ্ছে। খুব সুন্দর বাচ্চাগুলো দেখতে। অনেক গুলো বাচ্চা এদিক ওদিক ছুটাছুটি করছে।দেতেই দারুন লাগছিলো।তো ইনকিউবেটর এর ভিতরে যে ডিম গুলো ফুটে বাচ্চা বের হয়েছিল আমি সেই বাচ্চার ডিমের খোসা গুলো বাইরে ফেলে দিয়ে ইনকিউবেটর মেশিনে কিছু গুরো ফিড দিয়ে দেই।জাতে বাচ্চা গুলো খেতে পারে।
এরপরে ফ্রেশ হোয়ে নাস্তা সেরে নিলাম।তারপর দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম।
IMG_20240705_141623.jpgএটা দোকানে যাওয়ার সময় তোলা ছবি।

এরপরে দোকান খুলে দোকান গুছিয়ে বেচাকেনা শুরু করলাম।আজকে যেহেতু শুক্রবার তাই অনেক কর্মস্থান খুলেনি তাই আমার দোকানে কাস্টমারের চাপ কমোই ছিল।তাই আজকে একটু ফ্রি ছিলাম।

IMG_20240705_141410.jpgএটা আমার দোকানে তোলা ছবি।

এরপর বেচাকেনা মাঝে একটু চা বিরতি নিলাম।আমার দোকানের পাশের একটা চায়ের দোকানে গিয়ে চা খেয়ে নিলাম। তারপরে আরো কিছুক্ষণ বেচাকেনা করলাম। বেচাকেনা করার পরে যেহেতু শুক্রবার তাই আমি দুপুর 12 টার ভিতরে দোকান বন্ধ করার প্রস্তুতি নিয়ে নিলাম। তারপরে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
IMG_20240705_114653.jpgএটা বাড়িতে যাওয়ার সময় রিকশাতে বসে তোলা ছবি।

তো বাড়িতে গিয়ে আমার ফার্মের কিছু হাঁস মুরগি এবং কবুতর ছিল। সেগুলোকে খাবার দিলাম ও একটু পরিচর্যা করলাম।তার পরে গতকালকে দোকানে, একটা লোক আনারস নিয়ে আসে ভ্যান গাড়িতে কোরে।
IMG_20240704_214004.jpg

IMG_20240704_195747.jpg
তো তখন তার কাছ থেকে গোটা চারটি আনারস কিনেছিলাম। সেগুলো আজকে আম্মু কেটে দিয়েছিল, সবাই মিলে একসাথে খেলাম।তারপর গোসল কোরে নামাজের জন্য প্রস্তুতি নিলাম।
IMG_20240705_141556.jpgএটা নামাজ পোরে আসার পরে তোলা ছবি।

এরপর নামাজ পড়ে এসে। দুপুরে লাঞ্চ শেষ করে, একটু বেড রেস্ট নিয়ে নিলাম, এক, দুই ঘন্টা একটু ঘুমিয়ে নিলাম। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে। দোকানে উদ্দেশ্যে রওনা দিলাম। এসে দোকান খুললাম ও বেচাকেনা শুরু করলাম।তো আজ শুক্রবার বলে বিকেলে তেমন একটা বেচাকেনা হলো না। তাই সন্ধ্যার সময় আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে আসলাম। বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্ত ছিল। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
লেখক @alomgir121

Sort:  
Loading...
 3 months ago 

thank you so much creator4 team for upvoting