Betterlife // The Diarygame 05-11-2024 // A very nice day
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি @alomgir121 আজ আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে।আপনার অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ধন্যবাদ। আজকে আমি প্রতিদিনের মতোই সকালবেলা ঘুম থেকে উঠি। তারপর বাহিরে যাই,বাহিরে গিয়ে আমার ফার্মের পশুপাখি গুলোকে খাবার দেই। তারপরে আমি দাঁত ব্রাশ করি এবং গোসল সেরে নেই।এর পরে সকালের নাস্তা করে দোকানের উদ্দেশ্যে রওনা দেই।এরপরে দোকানে গিয়ে আল্লাহর নাম নিয়ে বেচাকেনা শুরু করি।
আজ বেশ কিছু কাস্টমার আসে দোকানে। তো তাদের কাছে অনেক মাল বিক্রি করি।এরপরে যোহরের আযান হোলে নামাজ আদায় কোরে দুপুরের খাবার শেরে ফেলি।তারপরে আরো কিছু কাষ্টমারের কাছে মাল বিক্রি করি।এরপরে একটু বিশ্রাম নিয়ে নেই।তারপরে বিকেল হোয়ে আসলে আছোরের আজান হয় এবং তখোন আছোরের নামাজ আদায় কোরে আসি।এর পরে দোকানে আমার বড় ভাইকে বসিয়ে রেখে,আমি বাড়িতে আসি।আমার ছেলেকে ফার্মেসি তে নিয়ে আসি নেবুলাজারে গ্যাস দেওয়ার জন্য।আমার ছেলেটার ঠাণ্ডা লেগেছে তাই ডাক্তার বোলেছে ৭ দিন গ্যাস দিতে।তাই প্রতিদিন বিকেলে আমি আমার ছেলেকে নিয়ে এসে গ্যাস দেই।তো তারপরে গ্যাস দেওয়া শেষ হোলে আমি ওদের কে বাড়ি পোঁছে দিতে যাই। এরপরে বাড়িতে যাওয়ার সময় ওদের কে একটা ঝালমুড়ির দোকান থেকে ঝালমুড়ি কিনে দেই।
এই দোকানের ঝালমুড়ি খুব দারুন। আমি প্রায় সময় এখান থেকে ঝালমুড়ি খাই এবং বাড়িতে নিয়ে যাই।তো তারপরে আমার ছেলে ও ছেলের মাকে বাড়ি পৌছে, আমি আবার তাড়াহুড়া কোরে দোকানে চোলে আসার সময় বাড়ির জন্য পান কিনে নেই।
এরপরে দোকানে এসে টুকটাক বেচাকেনা কোরে, সারাদিনের হিসেব নিয়ে বসি।তারপরে হিসেব শেষ কোরে,কিছু কাস্টমারের কা থেকে টাকা কালেক্শন কোরে দোকান বন্ধো কোরে চোলে আশি।এরপর বাসায় এসে আমার হাস মুরগির কোয়েল পাখি খামার গুলো দেখলাম যে খাবার পানি আছে কিনা। তারপর কোয়েল পাখি ফার্ম থেকে বেশ কিছু ডিম ছিল সেগুলো কালেকশন করি,এবং ওদেরকে কিছু খাবার দেই।এরপর হাত মুখ ধুয়ে, ফ্রেশ হয়ে ঘরে এসে রাতের খাবার সেরে নেই।তারপর একটু হাটাহাটি করে, ঘুমাতে চলে যাই।প্রিয় বন্ধুরা আজকের মত ব্লকটা এ পর্যন্তই আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ।
Thanks for sharing such a nice article with us which clearly define your days activity perfectly.
Hi, Greetings, Good to see you Here:)
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সারাদিনের সুন্দর সময় গুলো আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।