BetterLife || The Diary Game || 30 June 2024 || রেজাল্ট পর্যালোচনা

in Steem For Bangladesh13 days ago

اسلام عليكم و رحمةالله وبركاته


আমি @habib35 From #bangladesh

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন,আশা করছি পরিবারের সবাইকে নিয়ে মহামহিম রবের মহিমায় ভালো আছেন,আলহামদুলিল্লাহ আমিও রহমতের সাগর রব্বুল আলামীন এর দয়ায় ভালো আছি।


আজ আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন আরেকটি ডায়েরি নিয়ে।আশা করছি আমার লেখা ডায়েরি আপনাদের খারাপ লাগবেনা।

তাহলে দেরি না করে শুরু করা যাক

ফজরের নামাজের আগে থেকে ক্লাসে বসে ছাত্রদের পড়া শুনতেছিলাম,ফজরের নামাজের আগে ও পরে আল্লাহ প্রদত্ত এক অন্যরকম রহমত নাজিল হয় দুনিয়াবাসীদের উপর,এই রহমত যারা ফজরের নামাজ আদায় করেন শুধুমাত্র তারাই বুঝতে পারবে।


ফজরের নামাজ শেষে জানতে পারলাম যে আমাদের আজ সকাল ১০ঃ৪৫ মিনিট থেকে অর্ধবার্ষিক পরীক্ষার রেজাল্ট পর্যালোচনা বৈঠক আছে,তাই সকালের ঘুম আর সেভাবে হলোনা,কারণ আমি অল্প ঘুমালে মাথা প্রচন্ড ব্যাথা করে,তাই না ঘুমিয়ে এমনি সুয়ে থেকে ফোন টিপলাম,ও গাজার খবর পড়লাম ও দেখলাম।

ভাইস প্রিন্সিপাল স্যারের বক্তব্য

1000009724.jpg
ছাত্রদের অগ্রগতি কিভাবে হবে,কিভাবে উন্নত ছাত্র গড়াতে পারবো, ইত্যাদি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সংক্ষেপে করলেন।

1000009092.png

ছাত্রদের রেজাল্ট দেখে আজকে সবার মন অত্যন্ত খুশি,কেননা সমস্ত শিক্ষক অনেক মেহনত করে ছাত্রদেরকে পড়িয়েছেন,আলহামদুলিল্লাহ পড়ানো অনুপাতে রেজাল্টও হয়েছে,তাই সবাই খুব খুশি,সবার খুশিকে ক্যামেরা বন্দী করলাম।

সবাই সবার ছাত্রদের রেজাল্ট সিট দেখছে

1000009811.jpg
ঢাকা থেকে আমাদের একজন বড় স্যার এসেছিলেন,মাদ্রাসাকে সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ, হৃদয়স্পর্শী বয়ান করছিলেন,আর আমরা সবাই কথাগুলো মনোযোগ সহকারে শুনছিলাম।
1000009092.png

গুরুত্বপূর্ণ আলোচনা

1000009735.jpg

টেবিলের উপরে প্লাস্টিকের ফুলের টব দিয়ে সাজিয়ে রেখেছে টেবিল'কে এতে করে সত্যিই টেবিলের সৌন্দর্য বেড়ে গিয়েছে।দূর থেকে কেউ দেখলে এটাকে বাস্তব ফুল বলেই ধারণা করবে।

প্লাস্টিকের ফুল

1000009731.jpg
ফুল দেখতে বেশ দারুণ লাগছিলো,তাই প্লাস্টিকের ফুলকে ক্যামেরা বন্দী করলাম,এই ছবি গুলো পরবর্তীতে অনেক আনন্দ দেয়,তাই থাকুক না কিছু ছবি অতীত হয়ে,যা পরবর্তীতে আনন্দের রূপ নিয়ে দেখা করবে।
1000009092.png

আমার ছাত্রদের রেজাল্ট হাতে পেলাম,রেজাল্ট দেখে সত্যিই মন থেকে আল্লাহর কাছে সর্বপ্রথম শুকরিয়া আদায় করলাম,আমার ছাত্ররা আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভালো রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ, আমার ১৩ জন ছাত্রের ভিতর ১২ জন A+ পেয়েছে আর একজন A গ্রেট পেয়েছে।

রেজাল্ট সিট

1000009751.jpg

1000009092.png


রেজাল্ট পর্যালোচনা শেষে হালকা টিফিনের ব্যবস্থা করে হয়েছিলো আমরা তা খেলাম,এরপর আমরা ছবি উঠানো শুরু করলাম,আর আমিও ছবি উঠানোর জন্য আমার ফোন আমার অন্য ভাইকে দিলাম,কারণ আমি।আগে থেকেই ভেবে রেখেছিলাম আজকে এই বিষয়ে ডায়েরি লিখবো।

মিটিং শেষে পিক।উঠানো

1000009810.jpg

1000009746.jpg1000009759.jpg

1000009092.png

মিটিং শেষ করে নাস্তা খেয়ে আমার রুমে আসলাম,তখন ঘড়িতে দুপুর ১ টা বাজে,তারাতাড়ি ফ্রেশ হয়ে নামাজের জন্য রেডি হলাম।এরপর জোহরের নামাজ আদায় করে নিলাম,নামাজ শেষে দুপুরের খাবার নিয়ে আসলো সেটা খেলাম,তারপর ক্লাস করালাম একদম বিকেল পর্যন্ত।

মনোযোগ সহকারে পড়ছে

1000009768.jpg

1000009092.png

ক্লাসের ফাঁকে একটু বেলকনিতে হাটতে গেলাম,ঝিরঝির বৃষ্টিতে মনেহচ্ছে প্রকৃতিরা তাদের যৌবন ফিরে পেয়েছে।তাই প্রকৃতির কিছু পিক উঠালাম।

1000009809.jpg

1000009808.jpg1000009807.jpg

কয়েকদিন ধরে খুব গরম পড়ছিল,অসহ্যকর হয়ে উঠেছিলো গরম,অত্যন্ত গরম সাথে আবার লোডশেডিং,মরার উপর খাড়া যাকে বলে।এমন গরমের মাঝে আল্লাহ তায়ালা এইযে বৃষ্টি নামক নিয়ামত,মনেহচ্ছে যেন মুহুর্তেই পৃথিবীর সমস্ত গরমকে দূর করে উপভোগযোগ্য শীতল হাওয়া এনে দিলো আল্লাহু আকবার।

1000009092.png

আজকের মত ডায়েরি এখানেই শেষ করছি

ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি সর্বদা

শুভেচ্ছান্তে
@habib35

আবারও দেখা হবে নতুন কোন লেখায় ইনশাআল্লাহ
Sort:  
 12 days ago 

Hi, Greetings, Good to see you Here:)

Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. Join our Discord servers for help. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC



DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
AI write Free
Verified User
Support #burnsteem25
Community beneficiariesx
Voting CSI10.1 ( 0.00 % self, 64 upvotes, 51 accounts, last 7d )
Result Club5050