Steemgrowth online meeting Bangladesh - Monday - 27 February at 9 pm, 2023 || We will talk about the progress of Steemit in Bangladesh
Greetings all,
How are you all? Hope everyone is well. We are once again going to organize online meetings with all users in the community. This meeting will be held on Monday - 27 February at 9 pm, 2023. In the meeting, we will discuss some important things about the progress of steemit in Bangladesh and give some guidance to the users. Hope all Bangladeshi users will definitely attend this meeting.
We will talk about Steem For Bangladesh community progress.
We will discuss important issues regarding the quality of users' posts and comments.
Engagement Challenge Season 8 is coming up. We'll try to give them some guidance on that.
Give some guidance to users to hold any one of the clubs (5050, 75, 100).
We will talk about the increased steem power.
We will talk about Voting mana, Voting CSI
We will discuss some key points to increase engagement in the community.
etc.
Then we will move on to the users' question and answer phase. We will listen carefully to the problems that the users have and try to solve them.
So we hope all of you will spontaneously participate in this online meeting to get some important information. Which is very important for the community and every user.
Hope the steem team, @rme, @hungry-griffin, @pennsif and all steemit users will support our online meeting and encourage us to continue our good activities.
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমরা আবারও কমিউনিটিতে সকল ইউজারদেরকে নিয়ে অনলাইন মিটিং আয়োজন করতে যাচ্ছি। এই মিটিং অনুষ্ঠিত হবে সোমবার - 27 ফেব্রুয়ারি রাত 9 টায়, 2023। মিটিংয়ে আমরা বাংলাদেশের ইসটিমিটের প্রগ্রেসের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং ইউজারদের কিছু দিকনির্দেশনা দিব। আশা করছি সকল বাংলাদেশী ইউজাররা এই মিটিংয়ে অবশ্যই উপস্থিত থাকবে।
আমরা স্টিম ফর বাংলাদেশ সম্প্রদায়ের অগ্রগতি সম্পর্কে কথা বলব।
আমরা ব্যবহারকারীদের পোস্ট এবং মন্তব্যের মান সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।
সামনে এংগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন ৮ আসছে। আমরা ইউজ এদেরকে সেই বিষয় নিয়ে কিছু দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করব।
ব্যবহারকারীদেরকে যেকোনো একটি ক্লাব(৫০৫০, ৭৫, ১০০) ধরে রাখার জন্য কিছু দিকনির্দেশনা দিব।
আমরা বর্ধিত স্টিম শক্তি সম্পর্কে কথা বলব।
আমরা ভোট মানা, ভোট সিএসআই সম্পর্কে কথা বলব
আমরা কমিউনিটিতে ব্যস্ততা বাড়াতে কিছু মূল বিষয় নিয়ে আলোচনা করব।
এরপর আমরা ইউজারদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। ইউজারদের যে যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো আমরা সুন্দরভাবে শুনবো এবং সমাধান দেওয়ার চেষ্টা করব।
তাই আমরা আশা করছি আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এই অনলাইন মিটিংয়ে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন সম্পর্কে অবগত হবেন। যেটা কমিউনিটি এবং প্রত্যেকটা ইউজারের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
আশা করি স্টিম টিম, @rme, @hungry-griffin, @pennsif এবং সমস্ত steemit ব্যবহারকারীরা আমাদের এই অনলাইন মিটিং কে সমর্থন করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন যেন আমরা আমাদের এ ধরনের ভালো কার্যক্রম গুলো চালিয়ে যেতে পারি।
Twitter Share
https://twitter.com/msharif57886033/status/1629357176153317376
In-Shah-Allah, I will certainly be present on that day on time.
Thank you so much brother for this meeting update news. Inshaallah I will try to attend.
In Sha Allah, I will be there in time.
Semoga Steemit makin berkembang dengan pesat di Bangladesh, dan rekan rekan semua semakin sukses
Thank you so much, my brother.
You are welcome my brother... Barakallahu lakum
Thank you so much bhaia. I will attend this meeting, in-shah-Allah.
This meeting plays a very important role for all users of our Steam for Bangladesh community. Because by doing this we get guide about various topics of Steemit platform. I hope everyone will attend the meeting, I will definitely attend. Many thanks to all.