You are viewing a single comment's thread from:

RE: Contest 📢 : 🔥"Global warming"🔥

in Steem For Bangladesh7 months ago

গ্লোবাল ওয়ার্মিং বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে বেশি আলোচ্য বিষয়।যার প্রভাবে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। গ্লোবাল ওয়ার্মিং রোধে আমাদের সবার প্রথমেই নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে।কারণ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এটাই সবথেকে বেশি দায়ী।গ্লোবাল ওয়ার্মিং রোধে আমরা যদি এখনি সঠিক পদক্ষেপ গ্রহণ না করি তাহলে ভবিষ্যতে আমাদের এই পৃথিবীকে বড় ধরনের বিপর্যয় থেকে বাঁচানো কঠিন হয়ে যাবে।

আশা করি,উক্ত প্রতিযোগিতার মাধ্যমে আমরা গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষতিকর দিক সম্পক্যে জানতে পারব এবং এটা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারব।

Sort:  

দিন দিন গ্লোবাল ওয়ারমিং বৃদ্ধি হতে থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মানুষ অক্সিজেনের অভাবে এবং খাবারের অভাবে মারা যাবে . পরবর্তী প্রজন্ম এর ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও নিজ নিজ স্থান থেকে গাছ লাগানোর এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে. আমাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য অবশ্যই আমাদেরকে পরিবেশ সুরক্ষিত রাখতে হবে এবং প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে অতি দ্রুত.

আমাদের স্লোগান হওয়া উচিত এরকম '' গাছ লাগান ভবিষ্যৎ বাঁচান''

অবশ্যই ভাই।গ্লোবাল ওয়ার্মিং রোধে আমাদেরকে গাছ লাগাতে হবে এবং গাছ কাটা বাদ দিতে হবে।

আমরা গাছ লাগাবো এবং ভবিষ্যৎ বাচাবো।