Steem For Bangladesh Online Meeting | Time: Saturday, 24th February, 2023 - at 9:00 PM | Special Meeting For Steem Growth

in Steem For Bangladesh10 months ago


daily top 3 Posts (28).png
Create this Cover On Canva


Hello Native People!

I hope you are all well and healthy. Like every month, we are going to organize our monthly community meeting. where we will discuss the ongoing Steemit Engagement Challenge Season 15 and upcoming season 16, burnsteem25 , Important topic about steem blockchain and Steem growth and directly listen to all your problems and try to solve them.

This month's online meeting will be very special so this program has been organized on 24 February. The meeting will be held on Saturday 24 February at 9 PM Bangladesh time (UTC 3:00 PM) . We invite all members from our community and beyond to this online meeting.

We will try to make the community meeting worth every second of your time, so we have created an outline of the topics we will discuss. This gives you an idea of what we will discuss in our hangout. So let's look at the outline.

image.png
announcement on Discord


Join our Discord Channel


Hangout Outline
  • Steem-Ecosystem: It is very important for us to know how Steem works and we will try to give you a guide of how this ecosystem works especially for those who newly joined Steemit. I will discuss in detail Steemit platform and Steem Blockchain.

  • Steemit Engagement Challenge Season 15 & 16: Your participation in Steemit Engagement Challenges is appreciated. However, in the challenge, we found that some entries are invalid due to not following the rules properly, which reduces your chances of winning, so we will talk about this issue and discuss how important it is to increase your engagement and upcoming season 16.

  • Supporting burnsteem25: #burnsteem25 is one of the most successful initiatives of the Steemit Team, which has received a huge response. This helps in increasing the price of Steem. But many people are spamming this tag because they don't have a good idea about burnsteem, so we will give you a proper guide in this regard.

  • AI & Plagiarism Content: I will explain in detail what plagiarism is, why it is completely prohibited and why everyone should refrain from it. Currently, some users are undermining the quality of this platform by creating content with AI, which is a form of plagiarism. Creating content with AI is strictly prohibited in every community. In this regard, we will discuss some issues about AI-generated content in the meeting.

  • Post Quality & Engagement: We will give you some guidelines on how to improve the quality of your posts and how to increase the richness through high-quality comments.

  • Club: many users are facing problems properly completing the process of how to maintain the club after claiming rewards so we will explain to you well about club status.

  • Power-up: The only way to improve your position on Steemit is to increase your Steem Power and why we should participate exclusively in all projects @ steemitblog (ex: engagement contest), etc. All the issues will be in the self-growth section of the meeting.

  • Q&A Section: In this section, we will listen to all your problems. Our whole team will try to solve all the problems you are facing and all the confusion you have.

  • Entertainment We will have an entertainment section at the end of the meeting.

So I invite you all to attend our hangout on Saturday 24 February at precisely 9 p.m. and inform all your friends who are outside the community. Everyone should join our Discord server. We look forward to hearing all your valuable words. Thank you all.



[BNG]

হ্যালো ন্যাটিভ পিপলস,

আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতি মাসের মতো এবারও আমরা আমাদের মাসিক কমিউনিটি মিটিং আয়োজন করতে যাচ্ছি। যেখানে আমরা স্টিমিট এনগেজমেন্ট চ্যালেঞ্জ সিজন ১৫ ও আগত ১৬ এবং বাংলাদেশের স্টিম গ্রোথ সম্পর্কে আলোচনা করব এবং সরাসরি আপনার সমস্ত সমস্যা শুনব এবং সেগুলি সমাধান করার চেষ্টা করব।

এই মাসের অনলাইন মিটিংটি অনেক স্পেশাল হবে তাই ২৪ই ফেব্রুয়ারি শনিবারে এই প্রোগ্রামটির আয়োজন করা হয়েছে । শনিবার ২৪ই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় রাত ৯টায় (UTC ৩:০০ PM) সভা অনুষ্ঠিত হবে। আমরা এই অনলাইন মিটিংয়ে আমাদের সম্প্রদায় এবং তার বাইরের সকল স্থানীয় লোককে আমন্ত্রণ জানাই৷

আমরা আপনার সময়ের প্রতিটি সেকেন্ডে কমিউনিটি মিটিংকে মূল্যবান করার চেষ্টা করব, তাই আমরা মিটিংয়ে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তার একটি আউটলাইন তৈরি করেছি৷ এটি আপনাকে একটি ধারণা দেয় যে আমরা আমাদের হ্যাঙ্গআউটে কী আলোচনা করব৷ তাই আসুন আউটলাইনটি দেখি৷

image.png
hangout announcement in Discord


আমাদের ডিসকর্ড চ্যানেলে যোগ দিন


হ্যাঙ্গআউট আউটলাইন
  • স্টিম ইকোসিস্টেম : স্টিম কিভাবে কাজ করে সেটি আমাদের জানা অনেক গুরুত্বপূর্ণ এবং এই ইকোসিস্টেম কিভাবে কাজ করে সে বিষয় নিয়ে আমরা আপনাদের ভালো ধারণা দেওয়ার চেষ্টা করবো । স্টিমিট এবং স্টিম ব্লকচেইনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ।

  • স্টিমিট এঙ্গেজমেন্ট চ্যালেঞ্জ সিজন ১৫ ও আগত ১৬: স্টিমিট এঙ্গেজমেন্ট চ্যালেঞ্জ গুলোতে আপনাদের অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে । তবে চ্যালেঞ্জে আমরা দেখতে পেয়েছি যে কিছু এন্ট্রি ‌সঠিকভাবে রুলস ফলো না করার ফলে ইনভ্যালিড হয়ে যায় যার ফলে আপনাদের উইনার হওয়ার সম্ভবনা কমে যায় তাই আমরা এই বিষয় নিয়ে আলোচনা করবো ।

  • বার্নস্টিম২৫ সমর্থন: #burnsteem25 হল স্টিম টিমের অন্যতম সফল উদ্যোগ, যা ব্যাপক সাড়া পেয়েছে। কিন্তু অনেকেই এই ট্যাগটি স্প্যাম করছেন কারণ তাদের বার্নস্টিম সম্পর্কে ভাল ধারণা নেই, তাই আমরা আপনাকে এই বিষয়ে একটি সঠিক গাইড দেব।

  • AI দিয়ে কন্টেন্ট তৈরি: বর্তমানে, কিছু ব্যবহারকারী এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে এই প্ল্যাটফর্মের গুণমানকে ক্ষুণ্ন করছে, যা একধরনের চুরি। AI দিয়ে কন্টেন্ট তৈরি করা আমাদের কমিউনিটিতে কঠোরভাবে নিষিদ্ধ। এই বিষয়ে, আমরা মিটিংয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।

  • পোস্টের গুণমান এবং এঙ্গেজমেন্ট: কীভাবে আপনার পোস্টের গুণমান উন্নত করা যায় এবং উচ্চ-মানের মন্তব্যের মাধ্যমে কীভাবে সমৃদ্ধি বাড়ানো যায় সে সম্পর্কে আমরা আপনাকে কিছু নির্দেশিকা দেব।

  • এসবিডি এবং ক্লাব: বেশিরভাগ ইউজার রয়েছেন যারা SBD ক্লেইম করার পর কিভাবে ক্লাব মেইনটেইন করতে হয় সেই প্রসেসিট সঠিকভাবে সম্পন্ন করতে সমস্যায় সম্মুখীন হচ্ছেন তাই আমরা আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিবো ক্লাব স্টাটাস সম্পর্কে ।

  • পাওয়ার-বৃদ্ধি: স্টিমিটে আপনার অবস্থান উন্নত করার একমাত্র উপায় হল আপনার স্টিম পাওয়ার বাড়ানো এবং কেন আমাদের সমস্ত প্রকল্প @ steemitblog (প্রাক্তন: এনগেজমেন্ট কনটেস্ট) ইত্যাদিতে একচেটিয়াভাবে অংশগ্রহণ করা উচিত সেটি আলোচনা করা হবে ।

  • প্রশ্নোত্তর বিভাগ: এই বিভাগে, আমরা আপনার সমস্ত সমস্যা শুনব। আমাদের পুরো টিম আপনি যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং আপনার সমস্ত বিভ্রান্তি রয়েছে তা সমাধান করার চেষ্টা করবে।

  • বিনোদন: মিটিং শেষে আমাদের একটি বিনোদন বিভাগ থাকবে।

তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ২৪ই ফেব্রুয়ারি ঠিক রাত ৯ টায় সবাই আমাদের হ্যাঙ্গআউটে এটেন্ড করবেন এবং আপনাদের সকল ফ্রেন্ডস যারা কমিউনিটির বাইরে রয়েছেন তাদেরকেও জানিয়ে দিবেন । সকলে আমাদের ডিসকর্ট সার্ভাসে জয়েন করে নিন । আমরা আপনাদের সকল মূল্যবান কথা গুলো শুনার জন্য অপেক্ষা করবো । ধন্যবাদ সবাইকে ।
Cc:
@pennsif


Thank You So Much For Reading
Sort:  
 10 months ago 

Really for us meeting plays a big role for users to learn a lot. So I try my best to be in meetings. Prayers and love for all of the community.

¡Congratulations! This post has been upvoted through -steemcurator06.
We support quality posts anywhere and with any tags.

Post Upvote.png

Curated by :@solaymann