ডায়েরি গেম - ১৮ ডিসেম্বর ২০২৪- কাজের ব্যস্ততার মধ্যেও কাটানো সুন্দর কিছু সময়।
বন্ধুরা সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এটাই কামনা করি। আমিও আল্লাহর রহমতে ও আপনাদের সকলের ভালোবাসায় ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি আমার নিয়ে এসেছি।
শীতের সকাল মানে খুবই মজার। শীতের সময় সকাল সকাল উঠলে প্রচুর ঠান্ডা লাগে তবে বাহিরের পরিবেশের দিকে তাকালে মনটা অনেক খুশি হয়ে যায়। আর শীতের সকালে কুয়াশায় ঢাকা চারপাশের পরিবেশটা দেখতে অনেক অপরূপ দেখায়। শীতের সকালে খোলাযাই পিঠা চা দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। আমরা এপিকে এ নামে ডাকি তবে এক এক জায়গায় এটাকে একেক নামে পরিচিত। তবে শীতের সময় এই পিঠাগুলোকে দেখুন ভালো লাগে।
নাস্তা করা শেষ হলে আমি কিছুক্ষণ বসে থাকি এরপর গিয়ে ঘরের সকল কাজগুলো করে আসি। আজকে বাড়িতে কিছু মেহমান আসবে তাই তাদের জন্য আমি অল্প কিছু খাবারের আয়োজন করব তাই আমি রান্না সকল কিছু গোলাতপ শুরু করে দিই। আমার আন্টি আমাদের বাড়িতে আসবে তাই আমি যাদের খাবারের আয়োজন করি। রান্নায় আজকে মাছ মাংস সবজি সব কিছুই থাকবে। আমি রান্না শুরুর আগে সবকিছু কেটে দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম এতে আমার রান্নার সময় বেশি এলোমেলো লাগবে না।
অনেকগুলো রান্না করার জন্য রান্না শেষ করতে করতেই হয় আমার দেড়টা বেজে গেল। আমি রান্না শেষ করে সবকিছু গুছিয়ে চলে গেলাম গোসল করার জন্য। গোসল করে এসে সবাইকে খাবার দিয়ে দিলাম। সকলের খাওয়া দাওয়া শেষ হলে সবার শেষে আমিও খেতে বসে গেলাম।খাওয়া-দাওয়া শেষ করে আমি সবকিছু সুন্দর করে গুছিয়ে দিয়ে রাখলাম।
অনেক কাজ করেছি তাই কিছুক্ষণ শুতে গেলাম। কিছুক্ষণ সময় পরে আসরের নামাজের আযান দিয়ে দিলে উঠে অজু করে আসরের নামাজ পড়ে নিলাম। এরপর আমার ছোট খালাতো ভাই বোনদের কে নিয়ে মাঠে একটু ঘুরতে গেলাম। বিকেলবেলায় সূর্যাস্ত যাওয়ার সময় মাঠে ঘুরতে আমার অনেক ভালো লাগে।
কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসি এসে অজু করে মাগরিবের নামাজ পড়ে ফেলি কারণ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় চা খেয়ে পড়তে বসে যায় কারণ এখন আমার পরীক্ষা চলতেছিল অনেকক্ষণ পড়ার পর উঠে এশার নামাজ পড়ে ফেলি।
নামাজ শেষ করে আমি আবারও পড়তে বসি সাড়ে দশটার সময় উঠে আমি সবাইকে রাতের খাবার খাইয়ে দিই। সকালের খাওয়া-দাওয়া শেষ হলেই আমি সবকিছু গুছিয়ে রেখে দেই আমি রাতে খাবার খেতে ইচ্ছা করতেছিল না তাই আমি একটি ডিম সিদ্ধ করে খেয়ে ফেলি।
তো বন্ধুরা আজকে আমার দিনটি পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Hi, Greetings, Good to see you Here:)
আপনি খুব সুন্দর ভাবে আপনার দিনটি উপস্থাপন করেছেন। গৃহিণী মানেই ঘরের কাজ সামলানো। আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে কাজ করেন। এবং আপনার দিনটি খুব সুন্দর ভাবে কাটিয়েছেন। আপনার খাবার গুলো দেখতে অত্যন্ত সুস্বাদু লাগছে।
শুভকামনা