Achievement 1: My First Introduction Post

in Newcomers' Community2 days ago

1000232883.jpg

আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি স্টিমিট প্লাটফর্মে নতুন। আর নতুন হিসেবে আমি আমার পরিচিতি পোস্ট লিখছি।

পরিচয়

আমি আশরাফুন নাহার মিরা। বাসা পাবনা সদর, পাবনা। আমার বাবা একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার এবং মা একজন গৃহিণী। আমরা চার ভাইবোন, আমি সবার ছোট।

শিক্ষাজীবন

আমার বাবা প্রাইভেট ব্যাংকে জব করায় উনার বারবার ট্রান্সফার হতো। আর সেই সুবাদে আমাদের ও বারবার জায়গা পরিবর্তন করতে হতো। আমার প্রাথমিক শিক্ষা শুরু হয় বরগুনা ইউটিডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এই স্কুলে আমি প্রথম শ্রেণী শেষ করি, এরপর আব্বুর বরিশালে ট্রান্সফারের কারণে আমরা বরিশালে চলে যাই, সেখানে সিস্টারস্ ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে ভর্তি হোই এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত সেখানে অধ্যয়ন করি।
ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই বরিশাল হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে; সেখানে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করি।
এরপর চলে যাই নোয়াখালীতে, সেখানে অষ্টম শ্রেণীতে ভর্তি হই এম এ রশিদ মাধ্যমিক বিদ্যালয়ে। এরপর নবম শ্রেণীতে নোয়াখালী সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে আমার এস এস সি সম্পন্ন করি।
এরপর এইচএসসি কমপ্লিট করি শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ থেকে। এরপর স্নাতক সম্পন্ন করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং অর্থনীতি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করি। বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি।

শখ

আমার ইনডোর প্লান্টের প্রতি অন্যরকম আকর্ষণ কাজ করে, এবং এগুলোর পরিচর্যা করা আমার অন্যতম শখ। এ পর্যন্ত অনেকগুলো গাছ লাগিয়েছি, যেমন: স্ন্যাক প্লান্ট, স্পাইডার প্লান্ট, ইঞ্চ প্লান্ট, বেবি টিয়ারস, পেনসিল ক্যাকটাস ইত্যাদি। অবসর সময়ে ঘোরাঘুরির করাও আমার শখ। এ পর্যন্ত কুয়াকাটা সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকত, রাঙামাটিতে ঝুলন্ত ব্রিজ, খাগড়াছড়ির পার্বত্য এলাকা, বান্দরবান, পাবনা হার্ডিঞ্জ ব্রিজ, কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়ি, রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি, বগুড়ার মহাস্থানগড়সহ আরো অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি।

স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে যেভাবে জেনেছি

আমার সহপাঠী @junaidahmed একদিন আমার সাথে স্টিমিট সম্পর্কে আলোচনা করছিলো, তখনই আমি স্টিমিট প্লাটফর্মে জয়েন করার আগ্রহ বোধ করি। এরপর স্টিমিট প্লাটফর্মে জয়েন করলাম। আমার যদিও স্টিমিট সম্পর্কে তেমন ধারণা নেই, তবে আমি আপনাদের সাথে কাজ করতে আগ্রহী; আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে।

Sort:  

Welcome to steemit platform.

হ্যালো @an-mira, স্টিমিটে আপনাকে স্বাগতম

আমি @ripon0630 এবং আমি এই প্লাটফর্মে আপনার যাত্রা শুরু করতে সাহায্য করার জন্য ইচ্ছুক । আপনি আমাকে নতুনদের ডিসকর্ড চ্যানেলে খুঁজে পেতে পারেন - সেজন্য এখানে ভিজিট করুন

আপনার অ্যাচিভমেন্ট ১-এ ভেরিফিকেশন পেতে এক মাস সময় লাগবে, আশা করছি এই সময়ে আপনি কমিউনিটিগুলোতে নিয়মিত পোস্ট এবং কমেন্ট করবেন । আপনার পছন্দের উপর ভিত্তি করে, আমি আপনাকে বিভিন্ন কমিউনিটিতে যোগদান এবং সক্রিয় হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি ৷ আপনি সকল কমিউনিটি গুলোর লিন্ক এখানে দেখতে পাবেন । আমি আবারো আপনাকে লিখনির প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি যে বিষয়ে আপনি সবচেয়ে বেশি আগ্রহী আর কমিউনিটিগুলো যে ধরনের বিষয়বস্তু পছন্দ করে ।

সতর্ক বার্তা: দয়া করে আপনার বিষয়বস্তু তৈরি করার জন্য প্লাগারিজম করা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসের সাহায্য নিবেন না, এইটি স্টিমিটে সম্পূর্ণ নিষিদ্ধ ।

এই সময়ের মধ্যে, আপনি অন্যান্য স্টিমিয়ানদের পোস্ট পড়া এবং মন্তব্য করার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক তৈরি করবেন বলে আশা করছি । এটি ভেরিফিকেশন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা এই প্লাটফর্মে আপনার ভিত্তি মজবুত করবে।

এখানে একটি সম্পূর্ণ গাইড রয়েছে যা স্টিমিটে আপনার যাত্রার সময় আপনাকে গাইড করবে: 👉👉👉🆕স্টিমিট এ নতুন? এখান থেকে শুরু করুন ! সেইসাথে 📜 নতুনদের গাইডলাইন সম্পর্কে আরও বিশদ আলোচনা যা সম্পূর্ণ ঐচ্ছিক৷

এই সকল বিষয় গুলো অবশ্যই ঐচ্ছিক কিন্তু আমরা দৃঢ়ভাবে এই পদ্ধতি অনুসরণ করার জন্য পরামর্শ দিচ্ছি ।

আপনার যদি কোন প্রশ্ন থাকে বা কোন কিছুর জন্য সাহায্যের প্রয়োজন হয়, জিজ্ঞাসা করতে দ্বিধা করবেন না। আমরা সবাই এখানে একে অপরকে সহযোগিতা করতে এবং স্টিমিটকে একটি দুর্দান্ত কমিউনিটি তৈরি করতে এসেছি!

ধন্যবাদ

ধন্যবাদ ভাইয়া,আমি আমার এক্টিভিটি বাড়াতে চেষ্টা করবো নিয়মিত পোস্ট ও কমেন্টের মাধ্যমে।

আমরা আপনাকে সক্রিয়ভাবে পড়তে এবং মন্তব্য দেখতে আশা করি! Steemit স্বাগতম.

@ wakeupkitty

🍀♥️
IMG_20241214_102039_117.jpg