1st Progress Report of @sabbirakib.steemCreated with Sketch.

in Newcomers' Communitylast month (edited)

আসসালামুআলাইকুম। আমি @sabbirakib এবং স্টিমিটে আমি জয়েন করার পর এক মাস পার হয়েছে। এজন্য আমি আমার প্রথম প্রগরেস রিপোর্ট দেয়ার জন্য এই লেখা লিখছি। বিগত একমাসে আমি এখানে কি কি শিখলাম, কি কি অর্জন করলাম, কার সাথে সম্পর্ক ভালো হয়েছে, কোথাও কোন ভুল হয়েছে কিনা সব বিষয়ে বিস্তারিত তুলে ধরবো।

কমিউনিটি

কোন কমিউনিটিতে জয়েন করলাম?

এই এক মাসে বেশ কয়েকটি কমিউনিটিতে জয়েন করেছি। এর মধ্যে আমার বাংলা ব্লগ, Beauty of Creativity, Steem For Bangladesh এবং Nature & Agriculture আমার প্রিয়৷ তাছাড়া, WOX Sports কমিউনিটিতেও আমি কিছু সময় দেয়ার চেষ্টা করেছি৷

কেন জয়েন করলাম এবং ভালো লাগার কারন

আমি সর্বপ্রথম আমার বাংলা ব্লগ-এ জয়েন করেছিলাম। নিজ মাতৃভাষা বাংলায় পরিচালিত হয় বলে কমিউনিটিটি আমাকে সর্বপ্রথম আকর্ষণ করে। পরবর্তীতে কমিউনিটির এক্টিভিটিজ, বিশেষ করে নতুনদের নার্সিং করা, তাদেরকে সাপোর্ট দেয়ার ব্যাপারটা বেশি ভালো লেগেছে। আমি অন্য কোন কমিউনিটিতে নিয়মতান্ত্রিক ভাবে এভাবে নতুনদের সাহায্য করার বিষয়টি দেখিনি। তাছাড়া, সেখানে নিয়মিত কিছু সেগমেন্ট হয় যেখানে কমিউনিটির যেকোনো ধরনের মেম্বাররা অংশ নিতে পারে এবং নিয়মিত পুরষ্কারের ব্যবস্থা রয়েছে।

এরপর, Steem For Bangladesh আমার আরেকটি প্রিয় কমিউনিটি। এটিও বাংলা ভাষার মানুষদের জন্য বলে আমার প্রিয়। যদিও এখানে আমি পোস্ট কম করেছি নতুন ইউজার হিসাবে পাওয়ার কম থাকায়, কিন্তু এক্টিভিটিজের দিকে খেয়াল রেখেছি। এই কমিউনিটির এডমিন-মর্ডারেটররাও যথেষ্ট আন্তরিক। আমার বেশ কিছু প্রশ্ন ছিল যা আমার জানার দরকার ছিল। এই কমিউনিটির এডমিন/মর্ডারেটররা আমাকে দারুণ ভাবে বুঝিয়ে দিয়েছে। বিশেষ করে Steemit Greeter @ripon0630 ভাই আমাকে পরবর্তী প্রসেসগুলো সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছে।

Beauty Of Creativity আমার আরেকটি প্রিয় কমিউনিটি। এখানে ফটোগ্রাফি পোস্টই বেশি করে মেম্বাররা। এছাড়া, আর্ট, ক্লে আর্ট বা DIY পোস্টও হয় অনেক। এসব কাজগুলো দেখতে বেশ ভালো লাগে। এক্টিভিটির জন্য মেম্বারদেরকে নিয়মিত পুরষ্কার দেয়া হয়। সেরা কাজের জন্য রয়েছে সাপোর্টের ব্যবস্থা।

Nature & Agriculture হচ্ছে ব্যক্তিগত আকর্ষণের স্থান থেকে প্রিয়। কমিউনিটিটার জন্ম হয়েছে আমি জয়েন করার পর। কমিউনিটির উদ্দেশ্য আমার খুব প্রিয়। ছোটবেলা থেকেই গাছের প্রতি আকর্ষণ ছিল বিধায় স্বাভাবিক ভাবেই এই টপিকের উপর আকর্ষণ বোধ করি। এছাড়া কমিউনিটির প্রতিষ্ঠাতা ইতিমধ্যে আমার প্রিয় একজন মানুষে পরিণত হয়েছে। যার জন্য আমি নতুন এই কমিউনিটির নাম না নিয়ে পারছিনা।


উল্লেখযোগ্য মানুষের তালিকা যাদের সাথে আমার সম্পর্ক হয়েছে

গত এক মাসে বেশ কিছু মানুষের সাথে আমার পরিচয় ঘটেছে। কিন্তু এত অল্প সময়ে গভীর পরিচয় হয়ে ওঠেনি। কারন, আমার চেয়ে উনারা একটু বেশিই ব্যস্ত থাকেন সবকিছু মিলিয়ে। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য @mostofajaman ভাই, যিনি Steem For Bangladesh এর মর্ডারেটর এবং Nature & Agriculture এর প্রতিষ্ঠাতা এডমিন। ভাই আমাকে উনাদের ডিসকর্ড চ্যানেলে সবকিছু বুঝিয়ে, ব্যাখ্যা করে দিয়েছে। হ্যাংআউটের সময় আমার সাথে কথা বলে প্রশ্নের সমাধান দেয়ার চেষ্টা করেছে।

এছাড়া, আমার বাংলা ব্লগের এডমিন @hafizullah ভাই এবং মর্ডারেটর @kingporos ভাইয়ের কথা বলতেই হবে। একদম শুরুতে আমাকে গাইড করেছেন এ দুইজন ব্যক্তি। উনারা শুরুতে আমাকে নার্সিং না করলে আমি হয়ত ধৈর্য্য-শক্তি হারিয়ে চলে যেতাম। হাফিজুল্লাহ ভাই আমাকে বুঝিয়েছে কিভাবে এখানে কাজ করা উচিৎ, রুলস এবং রেজুলেশনগুলো কিভাবে ফলো করলে নিজের অজান্তেও বিপদে না পড়ি। কিং-পরস ভাই আমাকে আমার বাংলা ব্লগ-এর নিয়ম সম্পর্কে বুঝিয়েছে। আমি এই দুইজন মানুষের প্রতি কৃতজ্ঞ।

@ripon0630 ভাইয়ের সাথে আমার সেভাবে পরিচয় কিংবা সখ্যতা নেই। কিন্তু দুটি সাপ্তাহিক হ্যাংআউটে উনার দেয়া দিক-নির্দেশনা আমার অনেক উপকার করেছে। উনার প্রতিও আমি অনেক কৃতজ্ঞ।


যে সকল টপিকে আমি লিখেছি

স্পেসিফিক কোন একক টপিকের উপর আমি লিখিনি। কখনও আমি গল্প লিখেছি, কখনও ফটোগ্রাফি পোস্ট, কখনও খেলাধুলা নিয়ে লিখেছি। আবার নিজের জীবনে ঘটা দৈনন্দিন বিষয় নিয়েও লিখেছি। পরিকল্পনা রয়েছে মুভি রিভিউ নিয়ে লেখার। তাছাড়া, গল্প ও কবিতা এবং DIY ও অরিগ্যামি পোস্টও লিখব হয়ত।


আমার সবচেয়ে সফল পোস্ট

আমার মতে আমার সবচেয়ে সফল পোস্ট আমার প্রথম সন্তানের জন্ম উপলক্ষে লেখা পোস্টটি। আপভোটের চেয়ে বড় বিষয় হচ্ছে, আমি আমার বাবা হওয়ার অনুভূতি স্টিমিয়ানদের সাথে ভাগাভাগি করেছি৷ অনেকেই আমাকে অভিনন্দন জানিয়েছে৷ মানুষের এমন ভালোবাসা আমাকে আপ্লুত করেছে। এজন্য এটিই আমার মতে আমার সবচেয়ে সফল পোস্ট


আমি প্রত্যাশা করিনি এমন কিছু বিষয়

আমি প্রত্যাশা করিনি কিন্তু হয়েছে এমন বেশ কিছু বিষয় রয়েছে। কিন্তু সবগুলোই আমার পছন্দ হয়েছে। যেমনঃ কিউরেটিং বিষয়টা৷ আমি নতুন ইউজার হয়েও কিছু কিছু লেখার জন্য খুব ভালো সাপোর্ট পেয়েছি কমিউনিটির অন্যদের কাছে যা আমার ভালো লেগেছে।

স্টিমিটে প্রতিনিয়ত কোন না কোন কন্টেস্ট চলমান থাকে যাতে করে আমরা অংশ নিয়ে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ রিওয়ার্ড জিততে পারি। ক্লাব ধারণা, কমিউনিটি ধারণা সবই নতুন লাগছে এবং ভালো লাগছে।


আগামী এক মাসের প্লান ও পরিকল্পনা

আমার আগামী এক মাসের পরিকল্পনা হচ্ছে আমার স্টিম পাওয়ার বৃদ্ধি করে ২০০তে যাওয়া। কমিউনিটিগুলো নিজের পরিচিতি আরও বৃদ্ধি করা। এছাড়া, স্টিমিটে নিজের ব্যাকগ্রাউন্ড আরও শক্তিশালী করাও আমার পরিকল্পনার মধ্যে রয়েছে। স্টিমিটের নিয়মগুলো আরও ভালো মত বুঝা এবং মার্কডাউন সম্পর্কে আরও জ্ঞানার্জন করা।


এই ছিল আমার প্রথম প্রগরেস রিপোর্ট। যারা যারা আমাকে এপর্যন্ত আসতে সাহায্য করেছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আসসালামুআলাইকুম।

My Achievement 1 Link

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you so much for sharing such a beautiful moment with us.