আজ যা বর্তমান, কাল তা অতীত।

in Helpage India3 years ago (edited)

প্রিয় বন্ধুরা,
আপনারা কখনো একটাই গাছের একাধিক ফুলকে একসাথে লক্ষ্য করেছেন?
ভাবছেন নিশ্চই এইধরনের প্রশ্ন কেনো করছি?
আজ একটি গাছের ডালে একাধিক ফুল এর বিভিন্ন অবস্থান দেখে মনে একটা ভাবনার উদ্রেক হলো। আজ যা বর্তমান কাল তা অতীত।
কথাটা মাথায় এলো গাছের ফুলগুলোকে দেখে।
কিছু ফুল প্রায় শুকিয়ে যাবার পথে আর একটি ফুল বেশ সতেজ।

IMG_20210227_000507.jpg

মানুষের জীবনের সাথে এই বিষয়টার কত মিল তাই না?
যখন আমরা খুব ছোট তখন কোনো কিছুর পরোয়া না করে ঘোড়ার মত ছুটে বেড়াই। ঠিক যেমন সদ্য প্রস্ফুটিত ফুলের হওয়াতে ঝরে পড়ার ভয় থাকে না।
কিন্তু দিন দিন যত অভিজ্ঞতা সঞ্চয় হতে থাকে ততই উপলব্ধি করি জীবনের প্রকৃত মূল্য।

আজ যা নতুন কাল তা পুরনো। কিন্তু চাইলেই কি সব পুরনো হয়ে যায়? স্মৃতির মণিকোঠায় কিছু মুহুর্ত, কিছু গল্প চির সতেজ হয়ে থাকে।

তাই জীবনের প্রতিটা মুহূর্ত কে আনন্দের সাথে কাটানো উচিত। সময় কারোর জন্যই থেমে থাকে না তবে, ভালো মানুষ এবং ভালো মুহুর্ত সবসময় নিজের অন্তরে বাঁচিয়ে রাখা উচিত।

আমরা যতই বলি আজ মরলে কাল দুদিন, কিন্তু কিছু সম্পর্ক এমন ও হয় যার অভাব আমৃত্যু বয়ে বেড়াতে হয়, যা কখনো পুরনো হয় না, কখনো শুকনো ফুলের মত স্মৃতির মণিকোঠা থেকে ঝরে পড়ে যায় না।

সত্যি বলতে আমি শারীরিক উপস্থিতি দিয়ে সম্পর্ক বিচার করি না। সে চোখের সামনে চলে ফিরে বেড়াচ্ছে না বলে, সে সম্পর্কের নাম ধরে ডাকছে না বলে, তাকে বাদ এর দলে ধরে ভুলে যাবার পক্ষে আমি নই।

আমার কাছে একটা সম্পর্ক বেঁচে থাকে মনে, যতদিন আমি আছি, ততদিন আমার কাছের সব সম্পর্কই আমার কাছে জীবিত।

ঠিক যেমনি ছবিটিতে ফুল গাছটি স্পষ্ট কিন্তু তার চারপাশটা আবছা। ঠিক তেমনি আমিও তাদের নিয়েই চলতে চাই বাকিটা জীবন যারা আমার মনের মধ্যে এই ফুলগুলোর মতোই স্পষ্ট।

হতে পারে সময় এর ধুলোতে কিছু ফুল শুকোতে শুরু করেছে কিন্তু তাদের আমি কখনোই মন থেকে ঝরে যেতে দেবো না।
ভালো থাকুন, ভালো রাখুন।সতেজ থাকবেন সবসময়।

FB_IMG_1537773905366.jpg

অনেক ভালোবাসা- অঙ্কিত।

Sort:  
 3 years ago 

@ankit1998 খুব সুন্দর লিখেছেন। কিছু সম্পর্ক সত্যিই চিরদিনের।

 3 years ago 

অনেক বাস্তবতার মিল আছে। খুবই তর্থনির্ভর পোস্ট। খুব ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।