সময়টা সত্যি ভালো যাচ্ছে না এবং সেটা সবদিক থেকেই।

in Helpage India4 years ago

IMG-20210516-WA0029.jpg

বন্ধুরা,
অনেকেই হয়তো ভাবছেন আমার শীর্ষক এর মধ্যে নতুনত্ব কি আছে? সবার তো বিষয়টি জানা।

একদম সঠিক বলেছেন, আজকাল সবার সাথে জানা কথা ভাগ করে নেওয়াটাও একটা মন হালকা করার উপায় বলতে পারেন।

আসলে গত দুদিন ধরে একটা অস্বস্তিকর গরমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কলকাতায় যেনো প্রতি বছর, ঠাণ্ডা কমছে আর গরমের মাত্রাটা প্রতি বছর দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।

একেই বোধ হয় খারাপ সময় বলে, না ঘরে শান্তি, আর না বাইরে।

প্রতিদিন আবহাওয়ার সাথে, একাকীত্বের সাথে, মহামারীর থেকে নিজেকে আড়াল করার সাথে, লড়াই করতে করতে, মনে হচ্ছে হাপিয়ে উঠেছি।

সবচাইতে বড় কথা আজ না প্রিয়জনের এর কাছে যাবার উপায় আছে, আর না তাদের নিজের কাছে ডাকবার উপায়।

গত বছরের শেষের দিক এ মনে হচ্ছিল বোধ হয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু উল্টোটাই হলো, পরিস্হিতি আরো অবনতির দিকেই গেলো।

তার উপরে আবহাওয়াটা ভালো থাকলে মন মেজাজটা অন্তত একটু নিজের আয়ত্বে থাকে, দুদিন ধরে সেটাও এত গরম পড়াতে নিজের আয়ত্তের বাইরে চলে গেছে।
মাঝে মধ্যে ভাবি, মানব সমাজ উন্নতি করতে করতে অবনতির দিকেই চলে যাচ্ছে কি না কে জানে!

নতুন নতুন প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে বটে কিন্তু আসল শিক্ষাটাই বিলীন।
প্রকৃতিকে রক্ষার শিক্ষা। বহু বছর আগে, ঠাণ্ডা মেশিন আবিষ্কার না হলেও, মানুষ কিন্তু প্রকৃতির কোল কেই দাবদাহ থেকে মুক্তির পথ হিসেবে বেছে নিত।

অনেকেই হয়তো শুনেছিলেন ২০১২ সাল এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সত্যি কথা বলতে ধ্বংস তো অনেক আগেই শুরু হয়ে গেছে, এখন আমরা নিশ্চিহ্ন হবার পথে।

IMG_20210514_011031.jpg

পরের প্রজন্মের জন্য অর্থ জোগাড়ের রেসে ভাগ নিতে গিয়ে তাদের জন্য থাকার স্থান কেই অসুরক্ষিত করে ফেলেছি আমরা।

যে শিক্ষাটা আমাদের সবার আগে শিক্ষণীয় ছিল, সেটাতেই একটা বড়ো শূন্য পেয়ে বসে আছি।
যাক কোথায় গিয়ে শেষ হয় সেটাই দেখার, সবার মত আমিও সেই অপেক্ষায় আছি।

আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।
পারলে ছাদে না ব্যালকনি তে গাছ লাগাবার চেষ্টা করবেন।

আর একটি অনুরোধ, এই গরমে, একটি পাত্রে পাখিদের জন্য একটু জল রাখার ব্যবস্থা করবেন।
নমস্কার।

Sort:  
 4 years ago 

sabdhane thakun sustho thakun ai kamoni kori .

 4 years ago 

ধন্যবাদ আপনাকে, আপনিও সুস্থ থাকুন @shuvo35

 4 years ago 

Since times are getting worse we have to be careful try to stay safe.

 4 years ago 

@sonu98 সত্যি বলেছেন ভীষণ গরম পড়ছে আজকাল। কবে যে একটু টানা বৃষ্টি হবে, সেই অপেক্ষায় আছি। সাবধানে থাকবেন।

 4 years ago 

একদম সঠিক কথা বলেছেন @sampabiswas