কোনো কাজ একার দ্বারা সম্ভব নয়, তার জন্য যৌথ উদ্যোগের প্রয়োজন।

in Helpage India4 years ago

QVdSJhgNm7rytEdw6s9xSKTWEKZffuqF4je3ub9Q2WdWYMJgEJqFbcde2qim1KD88cYudFNUr6odsLEsojhSCRiRjkaE8SEu5QDoWtTYAys7dpsMDN7hL288jidfBQYo3LkwECLk5e3EwcZ9Xjm6EyApsn2pNGG21fCGfzWVTkhQpZ1U8u6Y1Lr.jpeg

বন্ধুরা,
আজ আপনাদের জানাতে চাই একটা কমিউনিটি কখনো একার দ্বারা চালানো সম্ভব নয়। আপনারা যারা এখানে নিজেদের লেখা পোস্ট করেন বা যারা সাবস্ক্রাইব করেছেন কমিউনিটি, একে অন্যের পোস্ট কে সাপোর্ট করুন।
অন্যের পোস্ট এ যথাযোগ্য কমেন্ট করুন। নিজেরা যদি উদ্যোগ না নেন তাহলে এই কমিউনিটি চালানো সম্ভব নয়।
কেবলমাত্র উপার্জনের তাগিদে এখানে পোস্ট করে ভোট পাওয়াটাই একজন ইউজার এর কাজ নয়।
আজ সবার উদ্দেশ্যেই জানানো হচ্ছে , এখন থেকে কমিউনিটির বিষয় active user রাই ভোট পাবেন।
অন্যের পোস্ট resteem করা ভোটের পাশাপাশি।
সকলের কাজের উপরেই এখন থেকে ভোট পাওয়ার বিষয়টি বিবেচিত হবে।
যারা বাংলা বোঝেন এবং টেকনিক্যাল বিষয় পারদর্শী এমন মানুষদের আমি স্বাগত জানাতে চাই এই কমিউনিটি তে।
দীর্ঘ ২ মাস ধরে সবার কাজের ধরন দেখেই এই পোস্টটি আমি করতে বাধ্য হলাম।
আপনারা আপনাদের অভিমত কমেন্ট এর মাধ্যমে জানাবেন।
দয়াকরে নিজে কি করছেন এই কমিউনিটির জন্য সেটা না জানালেও হবে কারণ সেই ব্যাপারটা আমরা সকলেই দেখতে পাই। আগামী দিন এর জন্য কি করতে পারেন সেটা নিয়ে যদি আপনাদের কাছে কোনো মন্তব্য থাকে জানাবেন।
বিশেষ আর কিছু বলার নেই, বাকিটা আর একসপ্তাহের মধ্যেই দেখা এবং বোঝা হয়ে যাবে। তারপর ফাইনাল ডিসিশন নেওয়া হবে।

Sort:  
 4 years ago 

good initiative. i also agree with this rules.

 4 years ago 

Just aktu somoy lagbe.. Be patient be humble. Sob thik hoye jabe.

 4 years ago 

@sonu98 উদ্যোগটা খুবই ভালো। তবে আরও কি কি বিষয়ে কাজ করলে community আর ও ভালো দিকে যেতে পারে সেটা যদি জানান তাহলে আমি নিশ্চয় করবো। বাংলা ভাষায় লিখতে আগ্রহী এমন কয়েকজনকে খোঁজার চেষ্টা আমি করছি।