পরিবারের জন্য সামান্য কিছু কেনাকাটা করলাম।

in World Steemit Lovers2 months ago

হ‍্যালো বন্ধুরা। সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সবাই ভালো আছেন ? আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম আরো একটি নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে পরিবারের কেনাকাটা বিষয় নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করি ---- ----

inbound4173830493279293918.jpg

আজ রোজ রবিবার। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মানে আনন্দ বা খুশি। আর সবাই ঈদ উপলক্ষ্যে সবাই নতুন কিছু কিনতে আগ্রহ জাগে। আজকে তাই আমিও ভাবলাম পরিবারের এক জনেও জন্য হলেও কিনে দিয়। কারণ বড় হয়ে গেল পরিবারের উপর আলাদা একটা চাপ হলে আসে। তাই এখন আর ভাবি আগে নিজের জন্য কেনাকাটা করবো। মনে আরো কী কারণে যেন মনে হয় পরিবারের জন্য কেনাকাটা করবো। তারপর যদি মনে হয় যে নিজের জন্য কেনাকাটা করা দরকার তখন নয় করবো। যদি সবার জন্য ও কিনে দিতে না পারি। যদি এক জনের জন‍্য ও কিনে দিতে পারি সেটা মনে কাছে অনেক ভালো লাগে।

inbound485289264909556762.jpg

তাই আমি দুপুরের দিকে চলে আসলাম বাজার এ কেনাকাটা করতে। বাজারে গিয়ে দেখলাম বাজারে এত লোকের সমাগত যে এমন একটা অবস্থা হয়েছে যে পা দেওয়ার জায়গাও নেই। এমনিতে অতিরিক্ত গরমের কারণে নাজেহাল হয়ে যাচ্ছি। এরপর আমি এক দুই দোকানে জামাকাপড় দেখা শুরু করে দিলাম। কিন্তু দোকান দেখার পরও কী কারণে যেন জামাকাপুর পছন্দ হচ্ছে ছিল না। এরপর ভাবলাম এত বেশি কিছু কিনবো না শুধু দুইটা গেঙ্জি কিনে নিয়ে আসবো। তারপর একটা দোকান থেকে দুটি গেঙ্জি কিনলাম। কেনাকাটা শেষ করার পর ভাবলাম এক গ্লাস শরপত ক্ষেয়ে আসি। এরপর হাটতে হাটতে শরপত এর দোকান থেকে শরপত ক্ষেয়ে একটা অটো ভ‍্যান এ করে বাড়িতে চলে আসলাম। আর আমি গত দুদিন আমার সমস্যার কারণে পোষ্ট করতে পারি নাই। আজকের মতো এখানেই শেষ করলাম।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আরো একটি নতুন পোষ্ট নিয়ে।

ধন্যবাদ ******

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.