আলহামদুলিল্লাহ,
আমি অনেক আনন্দিত বোধ করতেছি। আপনি ওমরা পালন করেছেন। আল্লাহতালা আপনার ওমরা কবুল ও মঞ্জুর করুন আমীন। আল্লাহ তাআলা আপনার জীবনের গোনা মাফ করে দিয়ে সঠিক পথে অবিচল থাকার তৌফিক দান করুন আমীন।
আল্লাহতালা আমার বাবাকে ও কাকা কে তোমরা পালনের তৌফিক দান করেছেন। আমার বাবা ও কাকার জন্য এবং সকলের জন্য দোয়া করবেন।
আমাদের বাংলাদেশের জন্য দোয়া করবেন। আমাদের বাংলাদেশের অবস্থা বর্তমানে খুব ভালো নেই। দোয়া চাই, আল্লাহতালা আমাদের সকলকে সঠিক পথে অবিচল রেখে মৃত্যু পথের যাত্রী করুন আমীন 🤲
Aameen, thanks for your good wishes, I pryered for you and your family and Bangladesh at there ,now your country condition is going better. May Allah blessed you all.