SFL Contest: Refreshment of my life.

Add a heading.png
Made by Canva

Hello,

Everyone,

আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন । Steem For Lifestyle কমিউনিটির পক্ষ থেকে @hive-183369 দ্বারা আয়োজিত প্রতিযোগিতার বিষয়টি আমার দুর্দান্ত লেগেছে তাই আমি আগ্রহের সহিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে এসেছি।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পূর্বে আমার স্টিমিয়ান বন্ধুদের @fannyescobar, @almacaridad , @jes88কে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ।

✅ Is life in need of refreshment? Give your argument.

দারুন একটি প্রশ্ন করেছেন। অবশ্যই আমাদের জীবনের সতেজতা প্রয়োজন। ভাবুন তো, আমাদের শৈশব জীবনটা কত সুন্দর ছিল। তখন কোন টাকা-পয়সা, অর্থ-সম্পদ, হিংসা এগুলো কোনটাই আমাদের ভিতরে থাকতো না। তখন আমাদের কোন দায়িত্ব থাকে না ।শুধু জীবনটাকে উপভোগ করা হয়।

IMG-20231127-WA0045.jpg

সকলের ভালোবাসা , আদরের সাথে সাথে নিজের ভালোলাগাগুলো প্রকাশ করা যায় অতি সহজে। আমি মনে করি ,জীবনে সবথেকে শ্রেষ্ঠ সময় হলো শৈশবকাল ।আস্তে আস্তে বড় হবার সাথে সাথে বাস্তব জীবন সম্বন্ধে যখন বুঝতে থাকি তখন থেকেই জীবনে নানা পরিবর্তন আসে ।এই পরিবর্তন আমাদের জীবনকে অনেক সময় কঠিন করে তুলে।

আমাদের জীবনটাকে সব সময় সতেজ রাখা প্রয়োজন। বাস্তবতার সাথে তাল মিলাতে মিলাতে আমরা যান্ত্রিক মেশিনে পরিণত হয়ে যচ্ছি। জীবনটার তখন অর্থ হয় শুধু বেঁচে থাকা। জীবন মানেই কিন্তু বেঁচে থাকা নয়, সে জীবনের অবশ্যই আত্মীয়-স্বজনের ভালবাসা, মনের শান্তি প্রয়োজন হয় ।

হ্যাঁ আমরা অবশ্যই জানি, টাকা পয়সা প্রয়োজন আছে কিন্তু তার থেকে অধিক প্রয়োজন হলো মনের শান্তি। জীবন তো একটাই তো সেই জীবনটাকে কঠিন না ভেবে সহজ ভেবে নিয়ে জীবনটাকে উপভোগ করাটাই উত্তম ।

✅ Ever wandered somewhere for a refreshment in your life? Share some pictures and details with us.

আমি মনে করি, অর্থ উপার্জনের পাশাপাশি কিছুটা সময় রাখা উচিত পরিবারের বিনোদনের জন্য। আমাদের চার দেওয়ালের এই একঘেয়ামী জীবনে মাঝে মাঝে বিনোদনের প্রয়োজন আছে তাই আমিও চেষ্টা করি মাঝে মাঝে স্বামী,সন্তানকে নিয়ে কোথাও ঘুরে আসতে।

IMG_20230107_003820.jpg

বাহিরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি মনটাকে অনেক রিফ্রেস করা যায় । আমার বেশি ভালো লাগে নদী ,সমুদ্র, পাহাড় । বাচ্চার জন্য মাঝে মাঝে বিনোদন কেন্দ্রে যেতে হয় ।মা হিসেবে আমি মনে করি, পড়াশোনার পাশাপাশি বাচ্চাকে বিনোদন দিতে হয় তাতে তার মন-মানসিকতা ভালো থাকে।

IMG-20231127-WA0053.jpg

এদিক থেকে আমি খুবই ভাগ্যবতী কারণ আমার স্বামী শত ব্যস্ততার মাঝেও সময় রাখেন আমাদেরকে নিয়ে ঘুরতে বেড়ানোর জন্য । আমরা পড়ন্ত বিকেলে গিয়েছিলাম বরিশাল জেলার মুক্তিযোদ্ধা পার্কে।এই পার্কের পাশ দিয়ে বিষখালী নদী বয়ে গেছে । বাংলাদেশ নদীমাতৃক দেশ ।এই নদীর সৌন্দর্যের জন্য বাংলাদেশকে আরো সুন্দর লাগে।

বিকেলবেলায় প্রিয়জনদের সাথে এমন সুন্দর একটি পরিবেশে আসলে আমি মনে করি সকলের মন ভালো হয়ে যায়। আমাদের জীবনটা কত সুন্দর তা এখানে আসলে উপলব্ধি করা যায় । যত মনে কষ্ট থাকুক না কেন প্রকৃতির এই সৌন্দর্য দেখে তার সেই কষ্ট দূর হয়ে যাবে ।

✅ Share some tips to keep life fresh.

আমাদের জীবন যাপন তখনই সুন্দর হতে পারে যদি জীবনকে আমি সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি ।প্রতিদিনের কাজের রুটিনের সাথে আমার বিনোদনের জন্য কিছু সময় রাখা প্রয়োজন ।অবসরে হয়তো আপনজনদের সাথে গল্প করা যেতে পারে , গান শুনা যেতে পারে, মুভি দেখা যেতে পারে, বই পড়া যেতে পারে।

আমি এর পূর্বে পোস্টে বলেছি ,আমার যখনই মন খারাপ থাকে বা কোন কষ্ট থাকে তখন আমি আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি এবং আমার গোপাল সোনার সাথে সমস্ত কিছু শেয়ার করি। আমার মনের ভেতর থাকা সে কষ্টটা দূর হয়ে যায় এবং আমাকে সতেজ করে তোলে।

নিজেকে সতেজ করতে হলে অবশ্যই প্রিয়জনদেরকে নিয়ে একত্রে থাকাটাই মনে হয় সুন্দর জীবন। কথায় আছেন ”একা ব্যক্তি বোকার সমান” ।নিজের মনকে সব সময় সতেজ রাখতে হবে। সকলের সাথে বন্ধুত্ব রাখতে হবে, হিংসা ত্যাগ করতে হবে ,নিজের ভিতর আত্মবিশ্বাস রাখতে হবে তবেই নিজেকে সতেজ রাখা সম্ভব।

png pic.jpg

পরিশেষে আমি বলতে চাই আমাদের জীবন একটাই ।আমরা চাইলেই এই জীবনটাকে কঠিন অথবা সুন্দর করে সাজাতে পারি তাই নিজেকে ভালোবাসতে হবে এবং পরিবারকে ভালোবাসতে হবে। সকলের জন্য শুভকামনা রেখে আজ এখানেই বিদায় নিচ্ছি ।