A Clear Concept About NFT "Non-Fungible Tokens" || Tron Fan Club || [ENGLISH-BENGALI]

in Tron Fan Club3 years ago


Neutral Abstract Retail Business Thank You Card (12).png

This Thumbnail Created With:- Canva





Hello, My Dear TFC Friend's.


You May Know,
At present, NFT is rapidly gaining popularity. The reason is very simple. Ownership can be easily determined through NFT. The full form of NFT is Non-Fungible Tokens. We know that Fungible means changeable / replaceable and Non-Fungible means unchangeable / non-replaceable. For example, "Suppose you took a 100 taka note from me. A few days later you returned that 100 taka to me with 2 50 taka notes." This whole process is fungible. It doesn't matter how you give me back 100 taka. It's important that you returned me 100 taka. The value of 2 50 taka notes, is the same as that of 1 100 taka note.

Here is another example: "Once a rainy day I borrowed an umbrella from you. A few days later I gave you another umbrella instead of that one. But you refused to accept it. You want the umbrella you gave me back." This whole process is Non-Fungible. This is because it is not possible to exchange the umbrella you gave me with another umbrella.

Again, there are many people in the world named Sagor. But you can never exchange or replace me with those Sagor. The reason is, my height, fitness, body-color will not match the quality of other Sagor. Due to which, I am one piece in this world. This one-piece means NFT. NFT is always unique and a masterpiece.

Anything that is unique and masterpiece can be NFT. Such as: - Digital Art, Abstract Art, Paint Art, Photography, Videography, Audioclip etc. The only condition of everything is that it should be unique and masterpiece. In a masterpiece, NFT can be used to discuss a topic nicely.

The biggest example of NFT is, "Suppose you look at the art of the Mona Lisa and make art like it, but it will not be NFT. Because it became a copy of the Mona Lisa. We must remember that anything copied can never be NFT. If Mona Lisa sees that art, puts a turban on Mona Lisa's head, and holds a sword of war in her hand, then that art will be considered as NFT.

mona-lisa-c-1503-1519.jpgGioconda_(copia_del_Museo_del_Prado_restaurada).jpg
Original One Is NFTCopy Art will not be NFT.

Source 1 2

So we understand from this example, "Copying something is not NFT. To be NFT, you have to be unique and a masterpiece, which can be analyzed very nicely, in fluent language.

Bengali / বাংলা

আপনারা অবগত আছেন,
বর্তমান সময়ে NFT দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। এর কারণ খুবই সহজ। NFT এর মাধ্যমে মালিকানা খুব সহজেই নির্ণয় করা সম্ভব হয়। NFT এর পূর্ণরুপ হচ্ছে Non-Fungible Tokens। আমরা জানি, Fungible মানে যা পরিবর্তনযোগ্য / বিনিময়যোগ্য আর Non-Fungible মানে হচ্ছে অপরিবর্তনযোগ্য / বিনিময়যোগ্য নয়। উদাহরণ হিসেবে যদি বলি, "ধরেন আপনি আমার কাছ থেকে ১০০ টাকার একটা নোট নিয়েছেন। কিছুদিন পর আপনি সেই ১০০টাকা আমাকে ২টা ৫০টাকার নোটের মাধ্যমে ফেরত দিলেন।" এই পুরো প্রক্রিয়াটি হচ্ছে Fungible। আপনি আমাকে এই ১০০টাকা কিভাবে ফেরত দিন এটা কোনো বিষয় নয়। আমার ১০০টাকা পেলেই হলো। ২ টা ৫০ টাকার নোটে মান যা আর ১ টা ১০০টাকার নোটের ও মান একই।

এখন আসি আরেকটা উদাহরণ এ, "একদা বৃষ্টির দিনে আমি আপনার কাছ থেকে একটি ছাতা ধার নিলাম। কিছুদিন পর আমি আপনাকে সেই ছাতার বদলে অন্য ছাতা দিলাম। কিন্তু আপনি সেটা মানতে রাজি হলেন না। আপনি আমাকে যে ছাতাটি দিয়েছিলেন, সেই ছাতাটিই ফেরত চাচ্ছেন।" এই পুরো প্রক্রিয়াটি হচ্ছে Non-Fungible বা অপরিবর্তনযোগ্য / বিনিময়যোগ্য নয়। এর কারণ হচ্ছে, আপনি আমাকে যে ছাতাটি দিয়েছিলেন। সেই ছাতার সাথে অন্য ছাতার বিনিময় করা সম্ভব নয়।

আবার পৃথিবীতে সাগর নামের অনেক মানুষ আছে। কিন্তু সেইসব সাগরের সাথে আমাকে কখনো বিনিময় বা পরিবর্তন করতে পারবেন না। কারণ হচ্ছে, আমার উচ্চতা, যোগ্যতা, গাঁয়ের রঙ অন্য সাগরের মানের সাথে মিলবে না। যার কারণে, আমি সাগর এই পৃথিবীতে এক পিস। এই এক পিস মানেই হচ্ছে NFT। NFT সর্বদা ইউনিক ও মাষ্টারপিস হয়।

ইউনিক ও মাষ্টারপিস যেকোনো কিছুই NFT হতে পারে। যেমনঃ- ডিজিটাল আর্ট, এবসষ্ট্রাক্ট আর্ট, পেইন্ট আর্ট, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, অডিওক্লিপ ইত্যাদি। সব কিছুর একটাই শর্ত হচ্ছে, সেটাকে ইউনিক ও মাষ্টারপিস হতে হবে। মাষ্টারপিস বলতে, NFT দিয়ে একটা বিষয়কে সুন্দরভাবে আলোচনা করা যায় এবং জনসম্মুখে ফুটিয়ে তোলা যায়।

NFT এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, "ধরুন, আপনি মোনালিসার আর্ট দেখে দেখে হুবাহু তার মতই একটা আর্ট করলেন সেটি কিন্তু NFT হবে না। কারণ সেটি মোনালিসার কপি হয়ে গেলো। আমাদের মনে রাখতে হবে কপি করা কোনো জিনিস কখনো NFT হতে পারে না। যদি আপনি মোনালিসার সেই আর্ট দেখে দেখে, মোনালিসার মাথায় পাগড়ী পড়িয়ে হাতে যুদ্ধের তলোয়ার ধরিয়ে দেন, তাহলে সেই আর্টটা NFT বলে বিবেচিত হবে।

mona-lisa-c-1503-1519.jpgGioconda_(copia_del_Museo_del_Prado_restaurada).jpg
আসল আর্টটা NFT হিসেবে বিবেচিত হবে।আর কপি আর্টটা NFT হিসেবে বিবেচিত হবে না ।

Source 1 2

তাহলে আমরা এই উদাহরণ থেকে বুঝলাম, "হুবাহু কপি করা কোনো কিছু NFT হয় না। NFT হতে হলে ইউনিক ও মাষ্টারপিস হতে হয়। যাকে খুব সুন্দরভাবে, সাবলীল ভাষায় বিশ্লেষণ করা যাবে।




tfc banner.png


We're die-hard fan of Tron Blockchain


tfc-v.3-.gif

Sort:  

A great concept, the details are very simple here. People who don't know about it will be able to get enough ideas through this post

 3 years ago 

thank you for understanding.

I think after reading your post today, many people will get a clear idea about NFT.

 3 years ago 

thanks a lot.

Nicely described in both languages. I was looking for this kinds of topics. I am highly interested in NFT. Thanks for the post.

 3 years ago 

thank you bhai for your nice compliment.

You have presented the words in a very neat way. For those who had problems understanding NFT, I hope they will understand everything through your post. Thank you so much for letting us know about something important.

 3 years ago 

thank you so much brother.

❣️❣️❣️

In fact, I realized very well that I liked NFT a lot. Brother, I hope we have benefited

 3 years ago 

thanks.

I became much clearer after your post. Thank you for explaining in a very nice way with examples. Good luck to you

 3 years ago 

thanks

The matter is very clear. The subject is explained with very nice and simple examples. I feel very good.But I want to know if we can share other NFTs here?

 3 years ago 

thank you so much brother...

From today's post I am very clear NFT? I have learned and understood a lot from reading your post. From now on I will have no problem doing NFT. I will try to do NFT with my own skills. Thank you so much brother for sharing such an important post among us.

 3 years ago 

thank you.....

Well-done bro...
You have explained a clear concept about Nft. Learned a lot from your post 👌
Keep it up 🤗

 3 years ago 

stay connected with us... 😍