You are viewing a single comment's thread from:

RE: Steem Women Club Community CONTEST #14 Invite Your Friends to Steemit - and Win | Advertise on Steemit to the World!

dear @omor1999 ভাই

আপনি যদি লাস্ট কিছুদিন @steem-bangladesh এর পোস্টগুলো দেখতেন, তাহলে আর এই মন্তব্য করতে পারতাম না। আমাদের কমিউনিটি তে বর্তমানে অনেক নিয়ম কারণ চেঞ্জ করা হয়েছে। বর্তমানে আপনার পোস্ট যদি ভাল হয়, এবং আপনি যদি সপ্তাহের সাত দিন ভোট পাওয়ার যোগ্য হন তাহলে অবশ্যই আপনাকে টপ পোস্ট দেওয়া হবে। এখানে বন্ধু আত্মীয়-স্বজন কিংবা পরিচিত এটি দেখা হবে না।

একটি কমিউনিটি গঠন করা এবং সুষ্ঠভাবে পরিচালনা করা কঠিন একটি কাজ। আমরা যারা সাধারন মেম্বার রয়েছি, বর্তমান নিয়ম অনুযায়ী আমাদের একটি ভালো সময় আসবে। কোন কারণে যদি আমাদের কমিউনিটি নষ্ট হয়ে যায়, তার ফলে আমাদের সবারই ভোগান্তি হবে।

আপনার এই কমেন্টের জন্য যদি 01 আমাদের কে সাপোর্ট করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু ক্ষতিগ্রস্থ আমরা সাধারণ মানুষরাই হব। কারণ যদি আমাদের কমিউনিটি না থাকে, তাহলে 01 আমাদের ভোট দেওয়ার কোনো প্রয়োজন মনে করবে না।

তাই আমি মনে করি আপনার এই রকম একটি মন্তব্য করা একদম উচিত হয়নি। আপনার উচিত আরো কয়েকটা দিন বিবেচনা করা। আর একান্তই যদি আপনার পোস্ট গুলো সিলেক্ট না হয়। তাহলে আপনার উচিত আপনার পোস্ট করার মান গুলো আরো উন্নত করা।

আশা করি আপনার জন্য কমিউনিটির সাধারণ মেম্বারদের ক্ষতি হবে না। আপনার কারণে যদি আমাদের কমিউনিটি নষ্ট হয়, তার সম্পূর্ণ দায়ভার আপনার।

কমেন্টই ডিলিট করে দেওয়ার জন্য অনুরোধ রইল।

ধন্যবাদ

Sort:  

😊😊😊

https://steemit.com/hive-138339/@sahadathossen/the-true-meaning-of-life-is-to-plant-trees-tree-plantation

It is tree plantation.. your post tree plantation.. but no plantation here why you select this post..thousand of question to you.toufiq777 he is the admin but he also post and selected himself post. it is ridiculous.