কমিউনিটি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ননা এবং সকল ব্যবহার কারিদের করনিয়steemCreated with Sketch.

in Steemit BD - বিডি2 years ago

প্রিয় স্টিমিট ইউজার, আমাদের সহজ সরল নতুন কমিউনিটিতে স্বাগতম।

SteemitBD.png

এখানে আমরা সকলেই নতুন আমাদের মাঝে শক্তিধর তেমন কেও নেই, যে আমাদের সাপোর্ট করবে। এই নিয়েই আমাদের লক্ষ নির্ধারণ করা যাতে আমরা সকলেই লাভবান হতে পারি।
স্টিমিটে হাজারের উপরে কমিউনিটি রয়েছে, বড় বড় কমিউনিটির রুল্স এতটাই কঠোর যে, আমরা নতুনরা কোন ভাবেই সেগুলোতে কাজ করতে সক্ষম নই।

আমাদের পোষ্টে অল্প সামান্য উইথনেসের অটো সাপোর্ট পাচ্ছি, যারা পোষ্ট করছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন।

এই পোষ্টে আমরা জানবোঃ

স্টিমিট কী এবং কেন আমরা এখানে পোষ্ট করে রিওয়ার্ড পাই?

স্টিমিট সামাজিক যোগাযোগ মাধ্যম এর মালিকানাধীন একটি ব্লগ সাইট। ফেসবুকও সামাজিক যোগাযোগ সাইট, যার মালিক মার্কজাকারবার্গ। কিন্তু, স্টিমিট এর কোন মালিক নেই। যার ফলে এই সাইটের সকল ইনকাম গুলো রিওয়ার্ড আকারে ব্যবহারকারীদের মাঝে নিয়ম মেনে বন্টন করা হয়।
তাহলে, প্রশ্ন জাগে কিভাবে এর সূত্রপাত হয়েছে?
স্টিমিট এমনি এমনি হয়নি, এটাকে যারা তৈরি করেছে তাদেরকে বলা হয় স্টিমিট উইথনেস। এই স্টিমিট উইটনেসের সংখ্যা ১০০ জনের মত। বর্তমানের প্রায় ৭০ জনের মত উইথনেস এক্টিভ রয়েছে।

রিওয়ার্ড সিস্টেম কিভাবে কাজ করে?

ফেসবুকে আমরা যেভাবে লাইক কমেন্ট করি, এখানেও লাইক কমেন্ট এর ব্যবস্থা রয়েছে। এখানে upvot এবং Reply করা যায়।

ভিন্নতা হলো স্টিমিটে upvot দিলে ঐপোষ্টে রিওয়ার্ড জমা হয়।

আমাদের কমিউনিটির লক্ষ কী?

আমাদের কমিউনিটিতে প্রায় সকল সদস্য নতুন, আমরা যদি আমাদের লক্ষ নিয়ে কাজ করতে থাকি তাহলে খুব শিগ্রই আমাদের কমিউনিটিকে সাজাতে পারবো।

আমাদের টার্গেটঃ

  • ১বছরে ১০০০+ মেমবার গঠন করা
  • সেখান থেকে এক্টিভ ১০০ জনকে বাছাইকরা
  • ১০০ জনের ভেরিফিকেশ শেষ করে উপযুক্ত দেরকে এডমিন ও মডারেটর হিসেবে নিয়গ দেয়া
  • তাদের দায়িত্বে এই কমিউনিটি পরিচালিত করা

কমিউনিটির টার্গেট পূরনে আমাদের করনিয়ঃ

  • পরিচিত যারা ইন্টারনেট সম্পর্কে ভালো জ্ঞান রাখে তাদেরকে স্টিমিট সম্পর্কে ধারনা দেয়া।
  • তারা আগ্রহ প্রকাশ করলে একাউন্ট করে দেয়া
  • কমিউনিটির ছোট্টো রুলস গুলো অবশ্য মেনে পোষ্ট করবেন। তানাহলে বাইছাইকৃত ১০০ জনের বাইরে থাকতে পারেন।

এখন আমরা কী ভাবে কাজ করবো?

আমাদের বর্তমানে কোন বড় কিউরেটর নেই যারা ভোট দিবে এবং বড় ধরনের রিওয়ার্ড পাবো। এমতা অবস্থায় শুধুমাত্র krsuccess উইথনেস এর অটো ভোট পাবো।

আমাদের করনীয়ঃ

  • প্রতি ২৪ ঘন্টা পরপর একটি করে পোষ্ট করা
  • সহজ ভাবে পোস্ট করা, সেটা যেনো কপিরাইট না হয় অবশ্যই খেয়াল রাখা।
  • প্রতিটা পোষ্টে krsuccess এই ট্যাগ ব্যবহার করা
  • প্রতিটি পোষ্টে 10% @bdweb কে বেনিফেসিয়ারিতে এড করা
bdweb হচ্ছে এই কমিউনিটির ফাউন্ডার সকলে যদি ১০% করে বেনেফিসিয়ারি সেয়ার করি তাহলে আমাদের কমিউনিটির একজন শক্তিধর কিউরেটর পাবো।

বেনিফেশিয়ারি কিভাবে এড করবেনঃ

পোষ্ট করার পূর্বে এটা করতে হবে একারনেই সব কিছুর পূর্বে বেনেফিসিয়ারি এড করে নিবেন, এটা পরে এডিট করা যায় না।

  • প্রথমে Advance Setting এই অপশনে যাবেন

steep 1.jpg

  • এর পরে add account এ ক্লিক করবেন

steep 2.jpg

  • প্রথম ঘরে 10 লিখবেন এবং পরের ঘরে bdweb লেখবেন এর পরে Save এ ক্লিক করে সেভ করে দিবেন।

steep 3.jpg

  • বেনেফিসিয়ারি সেট হলে এরকম দেখাবে।

steep 4.jpg

নোটঃ

krsuccess প্রতি ২৪ ঘন্টায় একবার আপনাকে ভোট প্রদান করবে যদি পোস্টে ট্যাগ হিসেবে krsuccess উল্লেখ করেন।

কিছু সাপোর্টিং ট্যাগঃ

  • পোষ্টে যদি কৃষি সম্পর্কৃত কোন ছবি বা বাক্য ব্যবহার করেন অবশ্যই farmer ট্যাগ ব্যবহার করবেন

  • পোষ্টে যদি পশু সম্পর্কৃত কোন ছবি বা বাক্য ব্যবহার করেন অবশ্যই pet-story ট্যাগ ব্যবহার করবেন

  • উপরের ট্যাগ গুলো তখনই ব্যবহার করা যাবে যখন আপনার পোষ্টটির সাথে ঐ ট্যাগের সম্পর্ক থাকবে। অযথা ব্যবহার করলে আপনার একাউন্টে নেগেটিভ প্রভাব পরতে পারে।

  • প্রতিটা পোষ্টেই সব মিলিয়ে ৭টি ট্যাগ ব্যবহার করতে পারবেন, চেস্টা করবেন পোষ্টের সাথে মিল রেখে ট্যাগ ব্যবহার করা।

আসাকরি বুঝতে পেরেছেন, এর পরেও যদি কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন।
Sort:  
 2 years ago 

সকল নতুন মেমবার দের উদ্দেশ্য

এক্সট্রা বেনিফিট পেতে নিচের লিঙ্কে আপনার একাউন্ট বন্ডিং করুনঃ

-------------লিঙ্ক----------

প্রথম ঘরে স্টিমিট ইউজার নেম
এবং ২য় ঘরে প্রাইভেট এক্টিভিট কী দিবেন

এরপরে লগইন এ ক্লিক দিবেন।

এটা করার কারনে আপনার প্রতিটা পোষ্টে ০.২০$ সাপোর্ট পরবে।

বিস্তারিত শিগ্রই পোষ্টের মাধ্যমে জানানো হবে

রুলস গুলো পড়ে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে

Loading...
 2 years ago 

image.png

 2 years ago 

Thank you verry much dear founder. We try to maintains all roles. its easy for us.

I noticed yesterday that I have been given moderator role in this community. But I don't know anything about it. My impression of this community is that it is a spamming community. There is a lot of spamming going on here. Reward farming through spamming is a big crime.

Please stop this kind of reward farming asap and lift my moderator role.

 2 years ago 

😊Good Man Always Respected.

No one supports spamming,
as a new community and user(Facebook user).
also, This community is under maintenance. after starting our journey no chance of spamming.
reward base blockchain will be farming rewards.
Thanks for Your Feedback.
Please refrain from harming us. We wish for your support.