Vegetable's cooking vlog:- একটি সবজি রান্না করা যায় অনেকগুলো শাক দিয়ে

in DTube4 years ago


গ্রামীণ ভাষায় আমরা বলি 12 ভেজালি শাক।আজকে সেটাই আপনাদের মাঝে রান্না করে দেখাবো যে আসলে আমি কিভাবে বিভিন্ন রকমের শাক একসাথে দিয়ে একটি মজাদার সবজি রান্না করছি।

আসসালামুআলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই অনেক ভাল আছে চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আশা করি বরাবরের মতো আজকেও আপনাদের এই গ্রামীন পরিবেশের রান্নাটি ভালো লাগবে।

আসলে আজকে বাসায় সবাই বলছিল একটু সবজি খাওয়া কিন্তু এখন তো জানেন গ্রামীণ পরিবেশে সবজি মিলা অনেক দোষ কার।তাই মাথায় একটা চিন্তা ছিলো যে বিভিন্ন রকমের সবজি একসাথে দিয়ে একটি সুন্দর রান্না করে ফেলে তাই দেরি না করে বাড়ীর পাশ থেকে কচু শাক লাউ শাক লাল শাক আরো দুই তিন রকমের শাক উঠিয়ে একসাথে রান্না করলাম।

কেমন লেগেছে আপনাদের কাছে এই শাক রান্নার ভিডিও।


▶️ DTube
▶️ IPFS