নারী।

in Help4Help2 years ago

images (2).jpeg

Image source
ধর, বিয়ের অনেক বছর পর বুঝতে পারলে, স্বামী যা চেয়েছে,যে ভাবে চেয়েছে - ঠিক ঠিক সেই ভাবেই তুমি এত দিন তার মন জুগিয়ে চলে আসলে। দেখলে, তার ব্যাংক একাউন্ট আছে -সেই টাকা আবার তার নামেই!

তোমার চোখে মুখে প্রশ্ন বোধক চিহ্ন দেখা দিলে, মাথায় আলতো হাত বুলিয়ে দিয়ে আদর মাখা স্বরে বলে , নমিনী তো তোমাকেই করেছি - আমার মৃত্যুর পর তো সব তোমার ! ব্যাস,পতি পরায়ণা তুমি - মুহূর্তে বিগলিত ।
স্বামী জায়গা কিনলো, বাড়ি করলো - আরও কত কি ! সব ই আবার নিজের নামে, এই হিসেবে কোন গোলমাল নেই । প্রশ্নবোধক চিহ্ন দেখলে তোমার চোখে মুখে আবার , আদর মেশানো গলায় মাথায় হাত বুলিয়ে দিয়ে ঐ একই চমৎকার এক কথা !
তুমি মুগ্ধ ! মনে মনে বলো - আমার কি চিন্তা ! আমার তো সব আছে ! স্বামীর মানেই তো আমার !
আহারে ! আহারে !
আরও বছর কাটলো।এখন আর আগের মতো যেন পেরে উঠতে পারো না তুমি সব কিছুতে। কেমন যেন ক্লান্ত ! নেই আগের সেই উচ্ছলতা - চঞ্চলতা । নেই সেই যৌবনের উদ্দামতা। পতিদেবতা কাছে ডাকলে আগের মতো ছুটে যেতে চাই না শরীর - মন । কেমন যেন গড়িমসি ভাব !
অপর পক্ষ পেতে অভ্যস্থ , সে কেন মানবে তোমার এই অবহেলা - আস্পরধা ! তুমি এতদিন ভেবে আসলে , সে বুঝি তোমাকে বুঝে, বোকা ! বরং তুমি ই বুঝোনি যে, এতদিন তার মন মতো সব কিছু চালিয়ে নিয়ে আসছ বলে স-ব ঠিক ঠাক ছিল। এখন পারছো না, সে দোষ তোমার ! সুতরাং খিটিমিটি তো লাগবেই। তুমি কি ভেবেছ , আহ্লাদ করে তোমায় কোলে নিয়ে বসে থাকবে ? হা ! হা ! হা !
আহারে, শখ কতো !
সবে শুরু -
আস্তে আস্তে অশান্তির ডালপালা বাড়তে থাকে। ধীরে ধীরে গড়ে তোলা সুখের সংসার নামক চিরচেনা - চিরস্থায়ী ভাবা ঘরখানা তোমার কেমন জানি অচেনা লাগে। নিজেকে খুব অসহায় মনে হয়, লাগে অপরাধী - অবাঞ্ছিত।
হঠাৎ ই মহাপ্রলয়ের কোন এক দিন তর্ক বিতর্ক,মন কষাকষির এক ফাঁক ফোকরে অভিমান ভরা মনের ভুলে বলে বসলে - থাকবো না এই সংসারে , চলে যাবো দু'চোখ যেদিক যায়......

images (1).jpeg

Image source
অপর পক্ষ নির্লিপ্ত । যেন তোমার থাকা, না থাকা কোন ব্যাপারের পর্যায় ই পড়ে না আর !
তোমার আত্নসম্মানে আসে আঘাত। ভাবলে , আর নই - এ ঘরে আর এক মুহূর্ত থাকা চলবে না। ব্যাগ গুছালে, চৌকাঠ পেরুতেই মনে পড়লো - তোমার নামে তো কোন ব্যাংক একাউন্ট নেই ! নেই ঘর - থাকার কোন জায়গা ! বাপের বাড়ি ততোদিনে ভাইদের বাড়ি। এবার তুমি যাবে কোথায় নারী !?

যে স্বামীর ঘর আগলে রেখেছিলে এতদিন নিজের মনে করে,যে সম্পর্ক মনে হতো জন্মজন্মান্তরের - সে সম্পর্ক কতোই না ঠুনকো ! এ যেন সত্যিই পদ্ম পাতার শিশির বিন্দুর মতো - এই আছে, এই নাই !
নারী, তুমি অন্যের ঘর গোছাও যত্ন করে , নিজের কোন ঘর না করে ! বোকা নারী ! এবার শোন একটুখানি - আগে গোছাও তোমার ঘর , পরে না হয় গোছাইও তোমার প্রিয় পতির ঘর !!!

ভালোবাসা অবিরাম....... আমরা বোকা নারীদের জন্যে।

images.jpeg

Image source

Sort:  

Image source not perfect.