"প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ"

in #hridoylast year

20231203_104720.jpg
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের জন্মভূমি, নাম তার বাংলাদেশ। কালের চাকায় ভর করে আমাদের আজোপাড়া গায়ের আবাল বনিতা থেকে শুরু করে ষাটোর্ধ্ব সকল মানুষকে আনন্দ দিতে আমাদের মাঝে ফিরে আসে হেমন্তকাল। আর হেমন্তকে বলা হয় শীতের পূর্বাভাস। সকাল বেলা মাঝেমধ্যে চারিদিকে কুয়াশাচ্ছন্ন থাকে, গাছী খেজুরের রস পাবার আশায় খেজুর গাছ মাড়ায়, কৃষক মাঠ ভরা ফসলের আশায় জমি আবাদ শুরু করে, আর গীরেস্তরা শীতকালীন সবজি খাওয়ার আশায় ঘরের সামনে বা পিছনে তারাও উচু জমিতে চাষাবাদে ব্যস্ত সময় পার করে।আর বাগানে ফোটে শিউলি, কামিনী, মল্লিকা, গন্ধরাজ সহ ইত্যাদি নানান রঙের সুগন্ধ ফুল, আর মৌমাছিরা মধু সংগ্রহের জন্য বেরিয়ে পরে প্রত্যন্ত গ্রামাঞ্চলের ফুল বাগানে, খাল বিল নদীতে কচুরি পনা ভাসতে দেখা যায়। মাঝেমধ্যে মেঘ আর সূর্যের ভিতরে লুকোচুরি খুব উপভোগ করা যায়, সর্বোপরি হেমন্তের সকালে শিউলির সৌরভ বাঙালির মনে আনে উৎসবের আমেজ।

Sort:  
Loading...