ওয়েবসাইট এর কাজ কি | ওয়েবসাইট এর ব্যবহার
ওয়েবসাইট এর কাজ কি, ওয়েবসাইট এর ব্যবহার কি, মূলত কি কি কারণে ওয়েবসাইট এর প্রয়োজন পরে? খুবই সাধারণ কিছু প্রশ্ন এগুলো। অনেকেই রয়েছেন যারা এখনো পর্যন্ত ওয়েবসাইট সম্পর্কে জানেন না। হয়তো লোকমুখে শুনেছেন অথবা ফেসবুক গ্রুপ কিংবা অন্য কোন সোর্স থেকে জেনেছেন– ওয়েবসাইটের মাধ্যমে টাকা ইনকাম করা যায়।
কিন্তু প্রশ্ন হলো– ওয়েবসাইট মানে কি, ওয়েবসাইট কিভাবে কাজ করে এবং ওয়েবসাইটের সুবিধা ও অসুবিধা গুলোই বা কি কি! সেসকল বিষয় সম্পর্কেই আমরা এ টু জেড আলোচনা করব আজকের এই নিবন্ধনটিতে। তো পাঠক বন্ধুরা– ওয়েবসাইট এর কাজ কি এবং কিভাবে ওয়েবসাইট কাজ করে ও ওয়েবসাইট এর ব্যবহার সম্পর্কিত খুঁটিনাটি বিষয় জানতে পড়তে থাকুন আমাদের আজকের এই আর্টিকেলটি।
খুবই সহজ ভাবে বললে বলা যায়– ওয়েবসাইট হলো ইন্টারনেটে একটি ডিজাইন করা পেজ বা ওয়েব পোর্টাল। যেখানে বিভিন্ন ধরনের তথ্য, প্রয়োজনীয় লিংক, ছবি, ভিডিও, অ্যাপ্লিকেশন ইত্যাদি উপস্থিত থাকে।
আবার আরেকটু অন্যভাবে বললে বলা যায়– ওয়েবসাইট হলো, ইন্টারনেটে একটি অনলাইন প্লাটফর্ম যেখানে ইনফরমেশন, গ্রাফিক্স, মাল্টিমিডিয়া কনটেন্ট এবং ইন্টারেক্টিভ সার্ভিসের সুব্যবস্থা রয়েছে। যেখানে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে এক্সেস করা যায়। কেননা ওয়েবসাইট ব্যবহারকারীদের ইন্টারনেটে সার্চ, প্রবেশ এবং তথ্য অনুসন্ধানের জন্য সুযোগ প্রদান করে।
ওয়েবসাইট কাকে বলে?
কিন্তু এখন কথা হচ্ছে– ওয়েবসাইট মানে কি? ওয়েবপেজ এবং ওয়েবসাইটের মধ্যে কি কোন পার্থক্য রয়েছে? ওয়েব পেজ বলতে কী বোঝায় এবং ওয়েবসাইট বলতে কী বোঝায়? আসুন পরবর্তী স্টেপে জেনে নেই ওয়েবসাইট মানে কি এবং ওয়েব পেজ ও ওয়েবসাইট এর মধ্যে কি পার্থক্য রয়েছে!
ওয়েবসাইট এর মানে কি?
ওয়েবসাইট এর মানে হলো– একটি ডোমেইনের অধীনে থাকা কতকগুলি ওয়েব পেজ। মূলত ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমাহার বা সেট, যেগুলো ডোমেইন নাম দ্বারা চিহ্নিত করা হয়।
যেমন ধরুন– আমাদের freelancingtherapy.com এটি হচ্ছে ডোমেইন নেম। আর এই ডোমেইন নেমে মূলত আমাদের ওয়েবসাইটটি পরিচালিত। আর ওয়েবসাইটে থাকা হোম পেজ, ফ্রিল্যান্সিং গাইড, মার্কেটপ্লেস, ডিজিটাল মার্কেটিং + জরুরি টিপস সম্পর্কিত যে আলাদা আলাদা ক্যাটাগরি এবং এই ক্যাটাগরির জন্য যে আলাদা আলাদা পোস্ট ও পেজ রয়েছে এগুলোই হচ্ছে ওয়েব পেজ।
এখন প্রশ্ন– ওয়েবসাইট এর কাজ কি ওয়েবসাইট কেন দরকার এবং ওয়েবসাইট এর ব্যবহার কি কি! সেই সাথে আলোচনার প্রয়োজনীয়তা রয়েছে যে– ওয়েবসাইটের প্রকারভেদ কত এবং সেগুলো কি কি!
ওয়েবসাইট এর প্রকারভেদ
ওয়েবসাইট সাধারণত দুই ধরনের হয়ে থাকে অর্থাৎ ওয়েবসাইটের প্রকারভেদ দুইটি। যথা —
ডায়নামিক ওয়েবসাইট এবং
স্ট্যাটিক ওয়েবসাইট
ডায়নামিক ওয়েবসাইট:
ডায়নামিক ওয়েবসাইট এমন একটি ওয়েবসাইট যা নিজেকে কিছু সময় পরপর কাস্টমাইজ করে। আর তাই ডায়নামিক ওয়েবসাইটকে বলা হয় গতিশীল ওয়েবসাইট। আর এই ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য HTML, CSS, JavaScrip, PHP, python, Java ইত্যাদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন পরে।
আর এই ধরনের ওয়েবসাইটের কন্টেন্ট উপরের সার্ভারের ডেটাবেস থেকে ডায়নামিকভাবে লোড হয়, এটা ব্যবহারকারীর ডাটা প্রবেশকে সহজ করে এবং সাইটে নতুন তথ্য সহজভাবে আপডেট করে।
উদাহরণস্বরূপ, ই-কমার্স সাইট, ব্লগ, নিউজ পোর্টাল ইত্যাদি ডায়নামিক ওয়েবসাইটের উদাহরণ। এই ধরনের ওয়েবসাইট ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য এবং সেবা প্রদানে সাহায্য করে এবং সাইটের সাথে ব্যবহারকারীর ইন্টারেকশন নির্ধারণ করে ফেলে।
স্ট্যাটিক ওয়েবসাইট:
অন্যদিকে স্ট্যাটিক ওয়েবসাইট হলো এমন এক ধরনের ওয়েবসাইট যার ওয়েব পৃষ্ঠাগুলো একটি ক্লায়েন্ট ওয়েব ব্রাউজারে পাঠানো বিন্যাসে সার্ভারে সংরক্ষণ করা হয়। এই ধরনের ওয়েবসাইটে সাধারণত স্থায়ী পেজ, প্রেজেন্টেশন সাইট, ব্লগ, পোর্টফলিও সাইট সম্পর্কিত তথ্য, যোগাযোগের তথ্য ও অঙ্গীকার পত্র ইত্যাদি সম্পর্কে বিস্তারিত উল্লেখ থাকে।
অতএব স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে এমন ধরনের ওয়েবসাইট যার ইন্টারফেস সকল ইন্টারনেট ব্যবহারকারীর জন্য একই রকম থাকে এবং ব্যবহারকারীদের কাছে একই তথ্য একই ভাবে প্রদর্শন করে। আর এই ওয়েবসাইট নিয়ন্ত্রণ করার জন্য শুধুমাত্র প্রয়োজন হয় এইচটিএমএল এবং সিএসএস কোড এর। আর এই ওয়েবসাইট মূলত ডায়নামিক ওয়েবসাইটের তুলনায় বেশ সহজ এবং তৈরি করতেও সময় লাগে খুবই অল্প এবং এই ধরনের সাইট কোন ডেটাবেজের সঙ্গে সংযুক্ত থাকে না।