গতকাল কম্পিউটার সেন্টার থেকে একটা বন্ধুর বাড়ি
গতকাল কম্পিউটার সেন্টার থেকে একটা বন্ধুর বাড়ি ঘুরে তখন প্রায় রাত ৯:৩০ র সময় বারুইপুর রেলস্টেশনের ৪নম্বর প্ল্যাটফর্মের ওপর দিয়ে বাড়ি ফিরছি... প্ল্যাটফর্মের শেডের তলায় রেইল সিটে দেখি একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, চারপাশে বন্ধু বা চেনা পরিচিতদের ছেলেমেয়েদের গ্যাং ঘিরে আছে..মেয়েটা কালো টপ আর ব্লু জিন্সের প্যান্ট পড়ে ছিল.. আশেপাশে অন্য কিছু লোকও বসে আছে.. কিছু আশেপাশের দোকানদারও ছিল। গ্রুপের একটি ছেলে অন্য একটি ছেলেকে কিছু একটা বলে বলল, " যা নিয়ে আয়, তাড়াতাড়ি "। আমি পা চালালাম বাড়ির দিকে। এবার কেসটা যদি এখনকার ছেলেমেয়েদের টিপিক্যাল সহ্য হয়না এমনকিছু খেয়ে অসুস্থ হওয়ার কেস হয়, তাইলে কিছু বলার নেই। কিন্তু অন্য ব্যাপার হলে পরে ঘটনাটা সিগনিফিক্যান্ট হতে পারে। তাই লিখে রাখলাম।🤔