মানুষ নামের মানুষ নেই

in #introduce3 months ago (edited)

হৃদয়ের ক্ষত হৃদয়ে থাকে দেখতে দেয় না কাউকেও হাসি হাসি মুখে শব্দের পর শব্দ সাজিয়ে অন্যের হৃদয়ে তোলে ঢেউ।
মানুষের মধ্যে মানুষ পৃথক,মাঝে মধ্যে দেখা মেলে। তারুণ্যের উচ্ছ্বাসে ভালোবাসা নেই, মানুষের কাছে যেতে অনাগ্রহী সবাই। ইতিউতি মন ধানের চেনেনা কেউই। প্রযুক্তি আসক্তি,হাতের আঙুল প্রাত্যহিক অনড় অলস। বাঁশিওয়ালা বাজাচ্ছে বাঁশি, মাতৃভূমিতে প্রাণের সুরে ব্যাঘাত
কয়জনে বোঝে? পান্ডুলিপি মলিন এখনো তো চোখে পড়া যায়। অন্দরমহলের মানবিক কোষগুলো নিস্তেজ -অচল,এটাই কেউ দেখেও দেখে না।
মানুষেরা আছে, মনে হয় মানুষ নামের মানুষ নেই।

সাথী দাশ