আল্লাহর ৯৯ টি নামের গুনাগুন আপনার জানা দরকার
আচ্ছালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বারাকাতুহু, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমি আরো একটু নতুন টপিক নিয়ে লিখবো, আশা করি পুরো টুকু মনোযোগ দিয়ে পড়বেন এবং আমল করবেন। তো চলুন শুরু করা যাক।
আমরা সবাই জানি আমাদের মহান সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন এর ৯৯ টি নাম রয়েছে। অথচ আমাদের এই নাম গুলা মুখস্থ নেই। আমরা জন্মের পর থেকে এখন পর্যন্ত এবং যত দিন বেঁচে থাকবো ঠিক ততদিন পর্যন্ত আল্লাহর দয়ায় বেঁচে থাকবো এবং আল্লাহর নিয়ামত ভোগ করবো। কিন্তু আমরা আল্লাহ তায়ালার নাম গুলাই মুখস্ত করবো না এটা কিভাবে হয় আপনি ই বলুন ? তাই চলুন আমরা আজকে থেকেই আমাদের সৃষ্টি কর্তার ৯৯ টি নাম মুখস্ত করে ফেলি। কারণ আমাদের প্রিয় নবী (স) বলেন আল্লাহ তায়ালার ৯৯ টি নাম যে তার বুকের ভেতর রাখবে তার জন্যে জাহান্নাম এর আগুন হারাম করে দিবে আল্লাহ ।
আপনাদের সুবিধার্তে আমি আল্লাহ তায়ালার ৯৯ টি নাম নিচে দিয়ে দিলাম যেন আপনারা খুব সহজে পেয়ে যান।
আশা করি সবাই এই ৯৯ টি নাম মুখস্ত করবেন এবং সবসময় নিজের অন্তরের ভেতর রাখবেন।
বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর নামসমূহের মধ্যে শ্রেষ্ঠ একটি নাম রয়েছে। ইসলামিক পরিভাষায় একে ইসমে আযম (অর্থ: "সর্বশ্রেষ্ঠ নাম") বলা হয়। এবং কেউ যদি এই নামসমূহের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করবে, সেটা তিনি (আল্লাহ) অবশ্যই কবুল করবেন। তবে নির্দিষ্ট করে বলা হয় নাই সেই নাম টা কি। যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক। আজকের মতো এই টুকুই। আল্লাহ হাফেজ .
ভালো কিছু জানতে ও পেতে চান তাহলে @স্টিমিটবাংলাদেশ এর সাথেই থাকুন . ধন্যবাদ সবাইকে পুরো আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ার জন্যে.