আমাদের দেশে নামাজি ব্যক্তির প্রকারভেদ
আচ্ছালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বারাকাতুহু, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকের টপিক আমাদের দেশে নামাজি কয় প্রকার | আমাদের মুসলমানদের নামাজের হাল হাকিকত |
আমরা মুসলিম রাষ্ট্র এটা আমাদের গর্বের বিষয়, কিন্তু যখন মসজিদ গুলাতে তাকানো যায় নামাজের টাইম এ ঠিক তখন নিজেকে খুব ই ছোট মনে হয়। এতো কম নামাজি ব্যক্তি আমাদের দেশে এটা ভাবার বাহিরে।
আমাদের দেশে তো মানুষ নামাজ পড়তেই চায় না, আর যারা যারা পরে তাদের আবার ৫ প্রকার ভাগ আছে। এর মধ্যে একপ্রকার নামাজি নামাজ পরে আরো গুনাহ করছেন (তাদের নামাজের ধরণ এটি খারাপ) । দ্বিতীয় প্রকার ব্যক্তিকে তার এমন নামাজ এর জন্যে আল্লাহর কাছে জবাব দিতে হবে যে তুমি কি নামাজ পড়লে তোমার নামাজ এমন ছিল কেন ? তৃতীয় ব্যক্তি নামাজ এর বিনিময়ে তার জীবনের গুনাহ মাফ পেয়ে যান (আল্লাহ আমাদের সেইরকম ব্যক্তিদের মধ্যে কবুল করুন, আমিন) । চতুর্থ রকম ব্যক্তি তার নামাজ এর বিনিময়ে আল্লাহর কাছে থেকে অনেক সোয়াব অর্জন করলে থাকে (আল্লাহ আমাদের সেইরকম ব্যক্তিদের মধ্যে ও কবুল করুন, আমিন) । পঞ্চম ব্যক্তি তার নামাজের বিনিময়ে আল্লাহর সান্নিদ্ধ লাভ করে থাকেন। আল্লাহর খুব প্রিয় পাত্র হওয়ার সুযোগ পায় । সুবহানাল্লাহ ।
আল্লাহ তায়ালা নামাজের বিনিময়ে আমাদের জান্নাত দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন (সেই জান্নাত যেই জান্নাত এর একটা চেয়ার এর মূল্য সারা পৃথিবী ১০০০ বার বিক্রি করলেও হবে না ) সেই জান্নাত পেতে যদি আমরা এইরকম ওমযোগী নামাজ আদায় করি তাহলে আমরা কিভাবে আশা করতে পারি সেই জান্নাত। তাই চলুন আমরা নিজে নামাজ আদায় করি এবং অন্যকে উৎসাহিত করি এবং ভালো ভাবে মনোযোগের সাথে নামাজ আদায় করি। ছেলে মানুষ হলে জামাত এর সাথে নামাজ আদায় করি। আরো বেশি জানতে আরো বিস্তারিত জানতে নিচের ভিডিও টি দেখতে পারেন। ধন্যবাদ।
আমার এই আর্টিকেল টি যদি আপনার জীবনে কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আর্টিকেল টি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুন সেই প্রত্যাশায় আজকে আমার আমার আর্টিকেল শেষ করছি।
ভালো কিছু জানতে ও পেতে চান তাহলে @স্টিমিটবাংলাদেশ এর সাথেই থাকুন . ধন্যবাদ সবাইকে পুরো আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ার জন্যে.