প্রকৃত অহংকারী কারা ? তাদের চিনবেন কিভাবে ?
আচ্ছালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি বারাকাতুহু, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকের টপিক হলো অহংকার । অহংকার কাকে বলে প্রশ্ন আসতে পারে তাই বলি আমি মনে করি নিজেকে অন্যের থেকে বড় মনে করে হলো অহংকার। অহংকার একটা নিকৃষ্ট জিনিস এতে কোনো সন্দেহ নাই ।
চলুন অহংকারের কতিপয় নিদর্শন গুলা আমরা এখন জেনে নেই :
অহংকারী ব্যক্তি সবসময় নিজেকে অন্যের কাছে বড় করে জাহির করার চেষ্টা করে।
অহংকারী ব্যক্তি সবসময় তাদের অধীনস্ত ব্যক্তিদের সাথে খারাপ ব্যবহার করে থাকে।
অহংকারী ব্যক্তি সবসময় নিজের ভুল কে জেদ করে অটুট রাখে।
অহংকারী ব্যক্তি নিজেকে সবসময় খুব জ্ঞানী মনে করে, সে ভাবে সে সব কিছুই জানে, তাই অন্যের কোনো কথা ই শুনতে চায় না.
অহংকারী ব্যক্তি নিজেকে সব সময় অভাবমুক্ত মনে করে থাকে। ইত্যাদি
নিচে কিছু অহংকার দূরীকরণের উপায় দেয়া হলো:
নিজেকে সবসময় অন্যের থেকে ছোট মনে করা। আপনি যদি নিজেকে ছোট ভাবে উপস্থাপন করেন তাহলে আল্লাহ আপনাকে অনেক বড় বানিয়ে দিবে।
আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবা । আপনি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে একটু ও ভাবেন তাহলে আমি মনে করি আপনার মনে আর কোনো অহংকার আসার কথাই না।
বেশি বেশি জ্ঞান অর্জন করুন তাহলে আশা করি আপনার মনে অহংকার থাকবে না।
আল্লাহ কে ভয় করুন।
চিন্তা করুন হাশরের ময়দানের কথা, যেখানে আপনাকে সব জবাব দিহি করে হবে।
গোপন ও রিয়ামুক্ত আমলে নিজেকে অভ্যস্ত করা ।
সবাইকে সালাম দেয়ার অভ্ভাশ করুন।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) বলেন,
- সহীহ মুসলিম, হাদিসঃ ৯১ Source
ভালো কিছু জানতে ও পেতে চান তাহলে @স্টিমিটবাংলাদেশ এর সাথেই থাকুন . ধন্যবাদ সবাইকে পুরো আর্টিকেল মনোযোগ দিয়ে পড়ার জন্যে.