দৈনন্দিন জীবনে প্রিয় নবীর সুন্নাতসমূহ : ৫

in #islamiclife6 years ago (edited)

বাথরুমে প্রবেশ করা, বের হবার দুআ ও সুন্নাতসমূহ - ০৩

san.jpg
Image From

১১. পেশাব বা ইস্তিঞ্জা করার সময় লজ্জাস্থানে ডান হাত লাগাবে না, বরং বাম হাত দিয়ে কাজ করবে। বাম হাত দ্বারা পবিত্রতা অর্জন করবে।
___ বুখারী শরীফ ১:২৭ পৃষ্ঠা; আবু দাউদ শরীফ ১:৫ পৃষ্ঠা

১২. যদি কোথাও বাথরুমের ব্যবস্থা না থাকে, তাহলে ঐ সময় এমন নির্জন ও আড়ালপূর্ণ জায়গায় ইস্তিঞ্জা করা চাই যেখানে অন্য মানুষের দৃষ্টি না পড়ে।
___ ইবনে মাজাহ শরীফ ১:৫ পৃষ্ঠা; আবু দাউদ শরীফ ১:৬ পৃষ্ঠা

১৩. (নির্ধারিত জায়গা না থাকাবস্থায়) পেশাব করার জন্য নরম জায়গা খুঁজে নিবে, যাতে পেশাবের ছিঁটা উড়ে না আসে এবং এমন মাটি খুঁজে নিবে যা সহজেই পেশাব চুষে নেই।
___ তিরমিযী শরীফ ১:১২ পৃষ্ঠা; আবু দাউদ শরীফ ১:২ পৃষ্ঠা

১৪. বসে পেশাব করবে, দাঁড়িয়ে করবে না।
___ তিরমিযী শরীফ ১:৯ পৃষ্ঠা

১৫. (কারো পেশাব নিষ্কাশনে সমস্যা থাকলে এবং পেশাব পরবর্তী সময়ে ফোঁটা ফোঁটা পেশাব পড়ার রোগ থাকার কারণে) পেশাব করার পর ঢিলা-কুলুপ নিয়ে হাঁটাহাটি করতে হলে দেয়াল ইত্যাদির আড়ালে গিয়ে হাঁটাহাটা করা উচিত।
___ শামী ১:১৩৭ পৃষ্ঠা

১৬. সুন্নাত অনুযায়ী বাড়ি থেকে উযু করে যাওয়া উচিত।
___ ২:৪০৪ পৃষ্ঠা

১৭. সুন্নাত নামাজসমূহ বাড়ি থেকে পড়ে যাওয়া উচিত। বাড়ি থেকে পড়ে যাওয়ার সুযোগ না থাকলে মসজিদে গিয়ে পড়বে।
___ মিরকাত ২:৩৯০ পৃষ্ঠা

নোটঃ

বর্তমানে যেহেতু অনেকেই সুন্নাত নামাজসমূহ ছেড়ে দেয়, সেহেতু সুন্নাত নামাজ মসজিদে পড়াই উত্তম।

Sort:  

amader agulo mene chola uchit. Thanks for share.

পোস্টিং খুবই দরকারী,