Jamider City Development - জমিদার সিটি ডেভেলপমেন্ট
Welcome To Jamider City Development ঢাকা শহরে যেখানে রয়েছে আপনার স্বপ্ন এই রাজধানী শহরে জুড়ে রয়েছে আপনার সন্তানের ভবিষ্যৎ, কিন্তু অনেকেই মাথা গুজার ঠাই না থাকায় অনেক দিনের চেনা-জানা ছেড়ে চলে যেতে হয় পূর্বের গন্তব্যে,এই স্বল্প আয়ের মানুষের কথা মাথায় রেখে সেরা লোকেশনে সাশ্রয়ী মূল্যে ও সহজ কিস্তিতে এবং এককালীন মূল্যে ছাড় সুবিধা দিয়ে আপনার হাতে তুলে দিতে চাই জমিদার সিটি ডেভেলপমেন্ট এর একটি আকর্ষনীয় প্লট। সকল ধরনের নাগরিক সুযোগ-সুবিধা সহ কোলাহল মুক্ত ভার সাম্য পূর্ণ পরিবেশে ও পরিকল্পিত মডেল সিটি হিসাবে স্কুল, ক্যাডেট মাদরাসা, কলেজ, শপিংমল, হাসপাতাল, ব্যাংক ও বীমাসহ অন্যান্য নাগরিক সুবিধা সম্পূর্ণ একটি আধুনিক আবাসন জমিদার সিটি ডেভেলপমেন্ট
তাই জাতীয় ব্যবসায় নীতিমালা মোতাবেক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্যপক কর্মসংস্থান আত্মউন্নায়নসহ অর্থনৈতিক সমৃদ্ধির অর্জনের মাধমে সামাজিক এবং জাতীয় পর্যায়ে অবদান রাখার লক্ষ্য নিয়ে গড়ে উঠেছে জমিদার সিটি ডেভেলপমেন্ট।
সততা, যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে পরিচালিত বিধায় অন্যদের তুলনায় ব্যতিক্রমি ভুমিকা পালন করবে, ইনশাআল্লাহ।
for more information please visit those social site.
sp0nsored p0st
https://www.jamider.com/
https://www.facebook.com/jamider
https://www.instagram.com/jamidercity/
https://twitter.com/jamidercity
https://www.pinterest.com/jamidercitydevelopment
https://g.page/Jamider