মানুষ কাজী নজরুল ইসলাম আমার বাংলা ব্লগ ২৬ জানুয়ারি ২০২২ পর্ব নং -১
কাজী নজরুল ইসলাম
গাহি সাম্যের গান-
মানেষের চেয়ে বড় কিছু নাই,, নহে কিছু মহীয়ান
নাই দেশ- কাল-পাএের ভেদ,অভেদ ধর্মজাতি,
সব দেশে সব কালে ঘরে -ঘরে তিনি মানুষের জ্ঞাতি।
' পূজারী দুয়ার খোলো
ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো!,
স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়,
দেবতদর বরে আজ রাজা -টাজা হয়ে যাবে নিশ্চয়!
জীর্ণ -বস্ত শীর্ণ -গাএ, ক্ষুধার কষ্ঠ ক্ষীণ-
ডাকিল পান্হ,'দ্বার খোলা বাবা, খাইনি তো সাত দিন!'
সহসা বন্ধ হলো মন্দির,ভুখারি ফিরিয়া চলে,
তিমিররাএি,পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে!
কাজী নজরুল ইসলাম (২৪ মে[টীকা ১][১] ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি।
তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিতকর পরিবেশে। স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ১৯১৭ খ্রিস্টাব্দে তিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। মুসলিম পরিবারের সন্তান এবং শৈশবে ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্মনিরপেক্ষ সত্তা নিয়ে। একই সঙ্গে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা। ১৯২২ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার তাকে রাজন্যদ্রোহিতার অপরাধে কারাবন্দী করেছিল। তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন।