শ্যামা পূজার রাতে [Photography of Shyama Puja 2021]

in #kalipuja3 years ago

✨ শ্যামা পূজার রাতে ✨


দুর্গা পুজো উদযাপনের মতো এ বছরের শ্যামা মায়ের পুজোটাও দেখেছি নমো নমো করে কোনওমতে । করোনার আগে আমরা পাঁচ দিন ধরে দেখতাম । আসলে আমাদের এখানকার কালী পুজো হলো সারা ভারত বর্ষের মধ্যে নাম্বার ওয়ান । কত যে বৈচিত্র্যময় পুজো প্যান্ডেল হয় , সেটা চাক্কুস না করলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় । কোটি কোটি টাকার পুজো প্যান্ডেল সব । কিন্তু গত বছরের তুলনায় এ বছরটাও কালী পুজো হলো নাম মাত্র । কোথাও তেমন একটা থিম প্যান্ডেল লক্ষ করা গেলো না । তবে মানুষের ভীড় ছিল উপচে পড়া । সে কারণে নিজেদের সুরক্ষার কথা চিন্তা করে আমরা এবছরে ভালো কোনো নামকরা পুজো প্যান্ডেলে যাইনি ।

ঠিক দুর্গাপুজোয় যেমন করেছিলাম তাই করলাম । অর্থাৎ খুঁজে খুঁজে স্বল্প ভীড়ওলা পুজো প্যান্ডেল গুলোতে ঢুকলাম ঠাকুর দেখতে । তারই কয়েকটি খন্ডচিত্র এখানে আপনাদের সাথে আজ শেয়ার করছি । আশা করছি ভালোই লাগবে আপনাদের ।


আলোয় আলো চারিদিক, রাস্তা ঘাট সর্বত্র আলোকের ঝর্ণা ধারায় ভেসে যাচ্ছে চরাচর

আলোকচিত্র তোলার তারিখ : ০৫ নভেম্বর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


পুরোনো কালীমন্দিরের থিম

আলোকচিত্র তোলার তারিখ : ০৫ নভেম্বর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।


সিম্পল নন-থিম পুজো প্যান্ডেল

আলোকচিত্র তোলার তারিখ : ০৫ নভেম্বর, ২০২১
স্থান : পশ্চিমবঙ্গ, ভারত ।



পুরোনো কলকাতার অষ্টাদশ শতাব্দীর কালী পুজো । গ্যাসের আলো, হারিকেনের আলো আর লণ্ঠনের আলোয় সজ্জিত হত তখনকার পুজো প্যান্ডেল । আর সাথে ছিল হাজার টাকার ঝাড়বাতি ।

ক্যামেরা পরিচিতি : OnePlus
ক্যামেরা মডেল : EB2101
ফোকাল লেংথ : ৫ মিমিঃ


Sort:  

বারাসাতের কালীপূজা বিখ্যাত।আপনার ছবিগুলোর মাধ্যমে দূর থেকে বাড়িতে বসে ও বারাসাতের কালীপূজা দেখে নিলাম।খুবই ভালো লাগছে।তাছাড়া প্রত্যেকটি ফটোগ্রাফিগুলি দুর্দান্ত দাদা।রাতের আলোকসজ্জা দেখে সত্যিই মন খুশিতে ভরে যায়।টিনটিন বাবুকে খুব কিউট লাগছে।দাদা আপনার ও আপনার পরিবারের জন্য শুভকামনা রইলো সর্বদা।

দাদা আপনার কালীপুজোর পরিদর্শন দেখে আমার খুবই ভালো লাগলো। করোনাকালীন সময়ে আপনি বুদ্ধিমানের মতো দূরত্ব বজায় রেখে পুজো পরিদর্শন করে আমাদের মাঝে অনেকগুলো আলোকচিত্র শেয়ার করেছেন। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। শুভকামনা রইল দাদা আপনার জন্য।

প্রতিটা ফটোগ্রাফি ছিল অসাধারণ। আমার খুবই ভালো লেগেছে। এত সুন্দর ফটোগ্রাফি করেছেন যা দেখে আমি মুগ্ধ । জায়গাগুলো আমার খুবই পছন্দ হয়েছে। জায়গা গুলো খুবই সুন্দর ছিল, তারপরেও আপনার ফটোগ্রাফির মাধ্যমে খুবই সুন্দরভাবে জায়গাগুলো সৌন্দর্য ফুটে উঠেছে। আপনাকে অনেক ধন্যবাদ দাদা।🌹🌺💖

দাদা আমি একটা কথা ভাবছি। আপনারা কম ভীড়ে প্যান্ডেলে যাওয়াতেও যদি এতো ভীড় হয় তাহলে বেশি ভীড় মানে কি অবস্থা হবে!
এতো আলো দেখতেই ভালো লাগে। আসলে আলো জিনিষটাই এমন যে যে কারোর ই ভালো লাগে। আলো, আলোর ঝলকানিতে রাতকে দিন মনে হচ্ছে। সব গুলো ছবিই খুব ভালো লেগেছে দাদা।

প্রথমে দাদা আপনাকে কালী পুজো এর শুভেচ্ছা জানাই। প্রতিটা ছবি খুব সুন্দর হয়েছে। আপনাদের ইন্ডিয়া তে কালীপূজা এত সুন্দর ভাবে উদযাপন করে তা আপনার পোস্ট না দেখলে জানতে পারতাম না।

শ্যামা পূজার রাতের আলোকচিত্র গুলো খুব অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। দাদা আপনার আলোকচিত্র অসাধারণ হয় সব সময়।

আলোয় আলো চারিদিক, রাস্তা ঘাট সর্বত্র আলোকের ঝর্ণা ধারায় ভেসে যাচ্ছে চরাচর

আলোকচিত্র গুলো আমার খুব ভালো লেগেছে। বিশেষ করে মূল গেটের ছবিটা। দাদা আপনি যে বলেছেন আলোয় আলো চারিদিক কথাটার সাথে আলোকচিত্রগুলো একদমই মিল রয়েছে। সবমিলিয়ে মন ছড়ানোর মতো আলোকচিত্রগুলো। ধন্যবাদ দাদা। আপনার দীর্ঘ হায়াত কামনা করি

দাদা আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো আর সবচেয়ে বড় কথা যে পূজার প্যান্ডেলে না গিয়েও পূজার সমস্ত কিছু দেখতে পেলাম কারন।আপনার ক্যামেরাবন্দি করা প্রতিটি ছবি পূজার সমস্ত কিছুকে বুঝিয়ে দিয়েছে । অনেক অনেক ধন্যবাদ দাদা এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

শ্যামা পূজার রাতের তোলা ফটোগ্রাফিগুলো অসাধারণ হয়েছে দাদা। প্রতিটি পূজা মন্ডপ খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত। সত্যি কথা বলতে দাদা আপনাদের বিভিন্ন পূজা বা উৎসবের ডেকোরেশনগুলো আমার খুবই ভালো লাগে। প্রচুর অর্থ ব্যয়ে আপনাদের প্রতিটি উৎসব পালিত হয়। করোনাকালীন সময়ে আপনি লোক সমাগম এড়িয়ে চলেছেন এটা জেনে অনেক ভালো লাগলো। আমাদের প্রত্যেককেই এই সময় লোকসমাগম এড়িয়ে চলা উচিৎ। কালী পূজার সুন্দর সুন্দর ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরিবারের সকল সদস্যের জন্য শুভকামনা রইলো দাদা।

শুনেছি এতদিন আজকে দেখলাম কালী পূজোর প্যন্ডেল প্রতিমা । অপরুপ সুন্দর সাঝে সজ্জিত শ্যামা মা্ । আমার খুবি ভাল লেগেছে দাদ তা বলে বোঝাতে পারবো না । আমাদের এখানে শ্যামা পূজো হয় কিন্তু এত টা জাকজমক পূর্ন হয় না। ভাল থাকবেন দাদা। আবার দীপাবলির শুভেচ্ছা রইল ।

দাদা অসাধারণই ফটোগ্রাফি হয়েছে।

প্রতিটা ছবি জাস্ট অসাধারণ, লাইটিং গুলা জাস্ট ফাটাফাটি। 😍😍😍💓💓