বৃষ্টি বর্ণনা

in #kobita6 months ago

1717068489594.jpg

বৃষ্টি বর্ণনা

বৃষ্টি নামে নেমে আসে আকাশ থেকে ছন্দ,
পৃথিবী জুড়ে ছড়িয়ে দেয় স্নিগ্ধতা-আনন্দ।

পড়ে সে ধরণীর বুকে, নদী হয় প্রশান্ত,
বসুন্ধরায় গুঞ্জরণ, মন হয় প্রফুল্ল।

ছোট ছোট কণাগুলি, ঝরে পড়ে চুপিচুপি,
মাটির গন্ধে ভরিয়ে দেয় প্রাণের প্রতিটা রূপি।

গাছের পাতা ধুয়ে মুছে হয় যেন নবরূপ,
চাষীর মনে ভরে দেয় আশার আলো-সন্তোষ।

বৃষ্টির শব্দে ঘুমিয়ে যায় সকল ক্লান্তি,
পাখির কূজন মিলিয়ে যায় সুরের প্রান্তে।

ধীরে ধীরে থেমে গেলে, রোদ এসে হাসে,
বৃষ্টির কণা মিশে যায়, ইন্দ্রধনুতে ভাসে।

বৃষ্টি নামার এই খেলা, ধরণীর প্রাণভোমরা,
আবার নতুন করে বাঁচার গল্প বলে, প্রতি ধরা।