Cyclone Sitrang: 'ঝড়-বৃষ্টি বেশি হলে ঘরে থাকাটাই ভালো', রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

in #kolkata2 years ago

ঝড়ের অভিমুখ বাংলাদেশের দিকে। মঙ্গলবার ভোরে বরিশাল লাগোয়া তিনকোনা ও সন্দীপের মাঝে ল্যান্ডফলের আশঙ্কা। এ রাজ্যের উপকূলবর্তী এলাকায় জারি ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা মাঝারি বৃষ্টি, সঙ্গে ঝোড়া হাওয়া।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধেয়ে আসছে ঘুর্ণিঝড় সিত্রাং! 'দক্ষিণ ২৪ পরগনা থেকে ২৩,৭৫৪ জন, উত্তর ২৪ পরগনা থেকে ১৯,৩২৪ জন ও পূর্ব মেদিনীপুর থেকে ২৪ হাজার ৯২২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে', জানালেন মুখ্যমন্ত্রী। যাঁদের নিরাপদ স্থানে সরানো হয়েছে, তাঁদের এখনই ফিরে না যাওয়ার অনুরোধ করেছেন তিনি। আপাতত রাজ্যে জারি থাকছে সতর্কতা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বকখালি থেকে এখন ৩০০ কিমি দূরে সিত্রাং। ঝড়ের অভিমুখ বাংলাদেশের দিকে। আগামীকাল, মঙ্গলবার ভোরে ঘুর্ণিঝড় আছড়ে পড়বে বরিশালের তিনকোনা ও সন্দীপের মাঝে! ঘুর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যই রাজ্যের উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বেশি বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা ও লাগোয়া এলাকায় অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা কম। মাঝারি বৃষ্টি হবে, সঙ্গে ৩০-৪০ কিমি বইবে হাওয়া। মঙ্গলবার সকাল থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা।