তুমি আমার থেকে লুকাবে।

in #krsuccesslast year

তুমি চেনো কি তোমারে হে অনন্ত পথিক?
গন্তব্য তোমার আছে কী জানা? যেতে হবে কোথায় কোন সমুদ্দুরে, কোন পথে?
—এই যে সমাধি এখানেই শেষ,
শ্রম ঘাম ক্লেশ, অপ্রগলভ প্রেম, প্রেমের ছদ্মবেশ।
তুমি কার থেকে লুকালে?
না কি ধূলোয় লুটালে প্রেম?
তুমি কি অদৃশ্য হয়ে থাকো?
নাকি তোমাকে কেউ দেখে?

Posted using SteemPro Mobile