Leaf photography

in #leaf6 months ago

আশা করছি সবাই যাদের মতো করে ভাল আছেন আর ভালো থাকাটা জরুরি তাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের ফটোগ্রাফি। আপনাদের ভালো লাগবে বলে ফটোগ্রাফি গুলো উপস্থাপন করছি আশা করছি আপনাদের মনে যদি হয় সেটা জানাবেন কিন্তু প্রকৃতির মাঝে।
17212008431603126138692111527837.jpg

প্রকৃতি সবার উপকারে আসবে তাই প্রকৃতিকে কি অবহেলা করা যাবে না এবং প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিতে হবে সেজন্য এই ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে জানাতে গুলো না কিন্তু। আমি চেষ্টা করি মাঝে মাঝে বিভিন্ন রকম ফটোগ্রাফি তুলে ধরতে তবে তার মাঝে প্রকৃতি ফল ফুল সবকিছুই চেষ্টা করে তুলে ধরার। সবসময় তো সবকিছু তুলে ধরা সম্ভব হয়ে ওঠেন তবে চেষ্টা করে ভুল নাই।

17212009542588137512605629065902.jpg

এ যেমন পাতাগুলো দেখতে পেয়েছেন এগুলো খুব সুন্দর এবং এগুলো অনেক সবুজের কারণে দেখতে এমন অনেক বেশি প্রফুল্ল হয় এবং এগুলো একটি ওষুধের পাতা আশা করছি ওষুধের পাতা আপনাদের নিতে হবে যেহেতু আজকে আর সময় নাই। বেড়াতে এসেছি তাই হয়তো কথা না বাড়িয়ে বিদায় নিতে হবে আগামীতে ভিন্ন কিছু নিয়ে আসতে হবে।

কথা না বাড়িয়ে তাহলে বিদায় নিচ্ছি আগামীতে কোন কৌতুক বা কোনো কৌতূহল বা কোন কবিতা ছড়া গান যেকোনো কিছু হয়ে আসবে মেতে উঠবে প্রাণ এগুলা আজকের মত এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন। সুস্থ থাকুন ফ্যামিলি সবাইকে নিয়ে সবসময় কামনা করছি ধন্যবাদ

পোস্টের বিবরণ

ক্যাটাগরিফটোগ্রাফি/ব্লগ
ফটোগ্রাফার@sky-view
ডিভাইসSamsung A-5
লোকেশনবাংলাদেশ

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

ছোট করে ও আমার মত করে আমার পরিচয়

IMG-20211206-WA0035.jpg

*🥀🌹আমি আশিক। আমি ঢাকায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি দিয়ে বিদেশ চলে যাই।তারপর আর পড়া লেখা করার সুযোগ হয়নি। বর্তমানে বাংলাদেশে গাড়ির ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং নতুন সৃজনশীলতার মাধ্যমে কিছু তৈরি করতে আমার খুবই ভালো লাগে।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং সর্বোপরি আমি সবসময় আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।ধন্যবাদ সবাইকে।


5ZJ4Z52ZRyQfNkCWFfXsATSsPtfkBwT3a5k8RVinr67352Jpu6E5J43D5L7yhn5d5CrcpnTvTLcF5db3ftZK7V9GzsAkLjb3PriF27x53soS8yKq9EnT1Gez2W6L2XUZu7jXnMduxdzGd4QzpYoozSDTPz3jUEkZ8x9rPrFry12vk2pkpsukTxq2kgJhF2zDYwrV.png