আমার পরিচয়।

in #life3 years ago (edited)

Uploading image #2...

Image Source

আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আশা করি সকলে আল্লাহর মেহেরবাণীতে ভালো আছেন আমিও আল্লাহর মহান করুনায় ভালো আছি। আজকে আমি এই প্লাটফর্মে একদম নতুন মুখ বিধায় আমার নিজ সম্পর্কে যাবতীয় কিছু সন্মানীত সাথীবৃন্দের কাছে তুলে ধরার দরকার। আমার নাম মোঃ আব্দুল আলিম। গ্রাম বাঐখোলা(ঘোনাপাড়া),পোস্ট অফিস গান্ধাইল,থানা কাজিপুর,জেলা সিরাজগঞ্জ।

আমি একজন প্রভাষক(রসায়ন),কুড়িপাড়া কলেজ, সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ।

আমার বয়স ৪০বছর। আমি বর্তমানে আমি এই কলেজে কর্মরত আছি। আল্লাহর দয়ায় আমার বাবা মা বেঁচে আছেন। আমার বাবা একজন কৃষক। আমার মা একজন গৃহিণী। আমি বাবা মায়ের প্রথম সন্তান এবং আমার একটি ভাই আছেন। আমার একটি ছেলে (১১)ও দুইটি মেয়ে(১০),(৫) আছে। আমার ভাইয়ের একটি মেয়ে (৪)আছে । আমারা এখন নদী সিকিস্তি ।১৯৮৮ সালে আমাদের বাড়ি যমুনার নদীর করাল গ্রাসে ভেঙ্গে তছনছ হয়ে য়ায়। তখন আমি প্রথম শ্রেনীর পরীক্ষা দিয়েছি।এরপর আমরা নানার বাড়িতে ঘর উঠানো হয়। সেই থেকে নানার বাড়িতে বসবাস শুরু। আমি আর স্কুলে যায় না।মামার গ্রামের না পড়ুয়া ছেলেদের সাথে খেলাধুলায় আনন্দে দিন কাটাচ্ছি দাম। স্কুলের সময় হলেই পালাতাম। একদিন স্কুলের টাইমে পালানোর সময় মা আমাকে ধরে ফেলল এবং ভালোমত উদোম মাধ্যম দিয়ে আমার দুই চাচা ত মামাতো বোনের সাথে স্কুলে যাওয়া শুরু হলো।১৯৯৫ সালে আমি ৫ম শ্রেনী উত্তীর্ণ হয়। এরপর ১৯৯৬ সালে ৬ষ্ট শ্রেনীতে তারাকান্দী হাইস্কুলে ভর্তি হয়। এরপর ১৯৯৭ সালে এসএসসিতে বিজ্ঞান বিভাগে প্রথম শ্রেনী নিয়ে উত্তীর্ণ হয়। এরপর ১৯৯৭ সালে কাজিপুর সরকারী মনসুর আলী কলেজ বিজ্ঞান বিভাগে ভর্তি হই। এরপর ১৯৯৯সালে ২য় শ্রেনী নিয়ে উত্তীর্ণ হই। আমার ইচ্ছা ছিল পদার্থ বিজ্ঞান এ অনার্স পড়া কিন্তু বাবার সামর্থ না থাকার কারনে আমাকে ২০০১ সালে বি,এসসি ২য় শ্রেনী নিয়ে উত্তীর্ণ হতে হয়। এরপর আমার ইচ্ছা আমি প্রোভাষক হব। সেই লক্ষ্যে আমি বগুড়া আজিজুল হক কলেজের রসায়ন বিষয়ে ভর্তি পরীক্ষা দেই, প্রিভিয়াস ভর্তি হওয়ার জন্য। ভর্তি পরীক্ষায় সুযোগ হলো ভর্তি হলাম। এরপর প্রিভিয়াস উত্তীর্ণ হলাম। এরপর মাষ্টাস ভর্তি, অতঃপর ৪৭তম স্থান নিয়ে ১ম শ্রেনী নিয়ে উত্তীর্ণ হই। আলহামদুলিল্লাহ। আমার পড়াশোনা করাতে আমার বাবা ও মা অনেক কষ্ট করেছেন। তাদের এ ঋণ কখনও শোধ করা সম্ভব না। এরপর ৪ বছর টেক্সটাইল মিলের ল্যাব এ চাকুরি শুরু করি। এরপর ২০১২ জুনে পূর্ব খুকশিয়া হাই স্কুল ‌সহকারি বিজ্ঞান শিক্ষক হিসেবে যোগদান করি । এরপর হাই স্কুল ছেড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদান করি ২০১৪সালে। এরপর ২০১৬ পহেলা মার্চ মাসে কুড়িপাড়া কলেজ এ প্রোভাষক (রসায়ন) হিসেবে যোগদান করে বর্তমানে কর্মরত আছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম , আমি তোমার সাথে সম্পর্ক বাড়াতে চাই আমাকে এমন একটা কর্মক্ষেত্র দেন তাতে প্রয়োজনীয় সময় পাই। আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। বাকি টুকু পরে জানাব ইনশাআল্লাহ। । সবার প্রতি শূভ কামনা রইল।আল্লাহ হাফেজ

Sort:  
Loading...