আমরা আমাদের পুকুরে মাছের চাষ শুরু করেছি।

in #life6 years ago

আমরা ছয় বন্ধু মিলে ঠিক করেছিলাম আমরা কিছু করব। যা চিন্তা সেই কাজ। আমরা প্রত্যেকে 10 হাজার টাকা দিয়ে মোট 60 হাজার টাকা একটি পুকুরের জন্য খাটিয়েছি।

1 মাস আগে আমরা পুকুরে 3 মন মাছের পোনা ছেড়েছি। শোল মাছ , তেলাপিয়া মাছ, রুই মাছ ইত্যাদি পুকুরে ছেড়েছি।
আমরা ঠিক করেছি ঠিক মাছের বয়স যখন চার মাস হবে তখন মাছগুলো বিক্রি করে দেব।
আমরা ছয়জনই আলাদাভাবে চাকরি কিংবা বিজনেস করি।
তাই কেউ সময় করে উঠতে পারি না। কিছুদিন আগে তিন দিনের সরকারি বন্ধ ছিল।
IMG_20180818_124616.jpg
![IMG_20180818_123027.jpg]

()
আমরা সবাই মিলে গিয়েছিলাম পুকুর ভিজিট করতে। সেখানে গিয়ে আমরা বড়শি দিয়ে মাছ ধরেছি। এবং মোটামুটি দেড়শ থেকে দুইশ মাছ ধরেছি এবং সেগুলো বেজে খেয়েছি। IMG_20180818_124648.jpg
![IMG_20180818_125259.jpg]

()
সত্যি বলতে আমি এখন মাছ ধরার নেশায় পড়েছি। আর বন্ধুদের সাথে কাটানো 3 টি দিন সত্যিই খুব মজার ছিল।

Sort:  

apni apnader pukurer mas gulate khub lavoban hobn....apni apnr pukure mas gula jokon boro hoi tokon mas dorte onk moja lage....amr onk diner shok j ami jal felia mas dorbo....onek anondo hoi mas dorar modde...ami mone kori apni apnr ai mas chashe apni onk lavoban hobn....

মাছ ধরতে আসলেই অনেক মজা। মাছ চাষের এই উদ্যোগটা যেন সফল হয় এই জন্য দোয়া করবেন। আপনার মূল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ।