মহারোদ্দুরের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী পর্ব-৩৫
মধুসূদন খ্রিস্টধর্মে গ্রহণ করলে, তাঁর নামের আগে ' মাইকেল ' শব্দটা যোগ হয়। তিনি শ্রী মধুসূদন দত্ত থেকে হন মাইকেল মধুসূদন দত্ত।
মধুসূদন কেন ধর্মত্যাগ করেছিলেন, তা তিনি কাউকে স্পষ্ট করে বলেননি। মধুগবেষক ও মধুজীবনীকার নগেন্দ্রনাথ সোম তাঁর 'মধুস্মৃতি' গ্রন্থে বলেছেন, মধুসূদনের ধর্মান্তর গ্রহণ সম্বন্ধে নানা কারণের মধ্যে নিন্মলিখিত তিনটি কারণ সর্বাপেক্ষা সমীচীন বলিয়া অনুমতি হয়।