ব্যবসায় সফল হতে হলে

in #life7 years ago

যে কোন ব্যক্তির জন্য যেকোন ব্যবসায় সফল হওয়া একটি বড় চ্যালেঞ্জ । যারা ব্যবসায় সফল হয়েছেন তাদেরকে অনুসরন এবং অনুকরণ করা ব্যবসায় সফল হওয়ার অন্যতম পথ । কিছু ব্যবসায় সফল ব্যক্তিদের কিছু নির্দেশনা আমি পেয়েছি। সেগুলো বর্ণনা দেওয়া হল ।

কোঠর পরিশ্রমঃ

ব্যবসায় সফল হওয়ার অন্যতম চাবিকাঠি হল কোঠর পরিশ্রম করা । এটা না করলে কোন ব্যবসায় সফল হওয়া যায় না। খুব সকালে উঠে কাজে মন দিতে হবে । পরিশ্রম করলে ব্যবসায় সফল হওয়া সহজই বটে ।

মানুষের আস্থা অর্জনঃ

ব্যবসায় সফল হতে হলে মানুষের আস্থা অর্জন করতে হবে । সর্বদা সত্য কথা বলতে হবে । নিজের পন্যের সঠিক তথ্য দিতে হবে ।
ওজন সঠিক ভাবে করতে হবে ।

image source: https://lasillarota.com/dinero/consigue-el-trabajo-de-tus-suenos-empleo/150707

দেনা পাওনা ঠিক ভাবে দেওয়াঃ

কারও কাছ থেকে টাকা ধার করলে তাকে সঠিক সময় দেওয়া অথবা না দিতে পারলে সঠিক সময়ে তাকে বোঝানো এবং সময় নিয়ে তাকে বুঝিয়ে দেনা পাওনা মিটানো খুব জরুরি । নিজের ব্যর্থতার জন্য বিনম্র ভাবে যুক্তি তুলে ধরা দরকার । এতে পরবর্তীতে আবারও তার কাছে সাহায্য পাওয়া যাবে ।

ভেজাল পন্য থেকে দূরে থাকাঃ

মানুষের আস্থা অর্জনের জন্য অবশ্যই ভেজাল থেকে দূরে থাকতে হবে । বিশেষ করে খাদ্যদ্রব্য নির্ভেজাল হওয়া খুব জরুরি।

ন্যায্য মুল্য নির্ধারণ করাঃ

মুল্য নির্ধারণে সতর্ক হতে হবে । কম লাভে কোন প্রোডাক্ট বিক্রয় করলে তা বেশি বিক্রয় হয় । কাজেই বেশি বিক্রয় মানে বেশি লাভ ।

Sort:  

You got a 12.53% upvote from @upmewhale courtesy of @bittriex!

Earn 100% earning payout by delegating SP to @upmewhale. Visit http://www.upmewhale.com for details!

When it comes to sleep, it comes to sleep, when it comes to sleep, dreams come, when you come to a dream; When you come, do not sleep, dreams do not even come. -Nemai Bhattacharya

Very nice postpexels-photo-357189.jpeg

This post has received votes totaling more than $50.00 from the following pay for vote services:

appreciator upvote in the amount of $55.17 STU, $60.71 USD.
upmewhale upvote in the amount of $12.35 STU, $13.56 USD.

For a total calculated value of $68 STU, $74 USD before curation, with a calculated curation of $7 USD.

@bittriex, you may opt-out of transparencybot messages by simply replying to this comment and using the tag #TBopt-out. Click here to learn more.

very interesting information

thank you .if you want to be successful in any business you should follow all of my suggestion .it must be effective i think .