মানুষ

in #life3 years ago

নিজেকে বারবার অন্যের কাছে সস্তা করে তোলা মানুষগুলোর মতো বোকা আর কিছুই হতে পারেনা। জীবনের সবচেয়ে অদ্ভুত চ্যাপ্টারের নাম হলো, নিজেকে না বোঝা! নিজের চাওয়াকে গুরুত্ব না দেয়া, নিজের জীবনকে না ভালোবাসা।ভালবাসা,সময়,গুরুত্ব,সন্মান,মানুষের কাছ থেকে কখনই জোর করে আদায় করে নেয়া যায়না।আপনার একাকিত্ব শুধুমাএ আপনার কাছেই বিরক্তিকর। কেউ আপনার একাকিত্ব দূর করার জন্য ছুটে আসবেনা। আর সাময়িকভাবে যারা জোর খাটিয়ে বলে,

কিসের তোমার একাকী?এইতো আমি আছি তোমার সাথে সর্বক্ষন

2VZXybTSZJq1AreaDn1D7Jp7ZEvgLC9TvJctofX1ChMgSZmAWdFf2dYD3VpaPDF4F3BDcEt3VjgfE5xDBd9hJJAmnrvGNmbcHeUTJKB7o4SwtMy83qJqGQFkU1VfjUZpG7hjXaJGufJrZGUgYyq6VMb2Tx2.jpeg

এই মানুষগুলোও আসলে অথিতি। এরা কখনই আপনার সাথে চিরকাল থেকে যাবেনা। পৃথিবীতে কেউ কাউকে নিয়ে এতটা অস্থির নয়।যতটা আমরা মনে করি,ঠিক ততটা নয়।আমরা মনে মনে ভাবি প্রিয়মানুষ গুলো বোধহয় আমাকে নিয়ে সারাক্ষন ভাবে,সারাক্ষন আমাকে নিয়ে স্বপ্ন বুনে,আমার সাথে একটুখানি কথা বলার জন্য হয়তো খুব অস্থিরতাবোধ করছে। ইস্ খুব কষ্ট হচ্ছে বোধহয় ওর! কিন্তু নাহ্!আপনি যতটা ভাবছেন, ঠিক ততটা নয়।

কেউ কারো জন্য আজকাল নিজের জীবনকে থামিয়ে রাখেনা।আপনার জায়গা থেকে আপনি যতটা নিজেকে বোকা ভাবছেন,চোখদুটো এপাশ ওপাশ ঘুরিয়ে দেখুন,সবাই নিজের মতো করে ব্যস্ত। সবাই নিজেকে সাজাতে, গোছাতে পুরোদমে ব্যস্ত হয়ে পড়েছে।তাদের কাছে একটুখানি যদি আবেগী গল্পগুলো শোনাতে যান,তারা বলেই দিবে,

যারে ভাই তুই,তোর এসব ঘ্যানর ঘ্যানর শোনার মত টাইম আমার হাতে একদমই নেই

"যার ব্যথা সেই বুঝে"। আপনার ব্যথার গল্প অন্যের কাছে ঘ্যানর ঘ্যানর।আপনার কতটা হৃদয়ের দহন হচ্ছে প্রতি মহূৃর্তে তা কেউ জানতেও চাইবেনা, বুঝতেও চাইবেনা।যদিও জোর করে কাউকে শোনাতে যান,তবে তাদের কাছে হবে হাসির খোরাক।ইচ্ছামতো আপনাকে নিয়ে তারা হাসি ঠাট্রা করেই যাবে।

সহজ সরল মানুষগুলো বরাবরই ঠকে!এই মানুষগুলোর একটাই দোষ,এরা অতিরিক্ত সরল!খুব সহজেই এরা অন্যদেরকে বিস্বাস করে,অন্যমানুষদের আপন করে নেয়।অন্ধের মতো অন্যদের বিস্বাস করে।যাকে ভালোবাসে তাকে পুরোটা দিয়েই ভালবাসে।এই সরলতা, অন্ধ বিস্বাস, এসব মানুষের জীবনে ডেকে আনে একসময় অনেকটা বিপর্যয়। কেউ কারো জন্য এতটা অস্থির নয়,যতটা আমরা ভেবে নেই। সবাই নিজেকেই নিয়ে ব্যস্ত।