সাদা বগsteemCreated with Sketch.

in #lifelast year (edited)

সাদা বগের ভাস্কর্য। শিশু পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে গেলে এ ধরনের অনেক ভাস্কর্য দেখতে পাওয়া যায়। ভাস্কর্য সাধারণত মাটি সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। আগে যে সকল ভাস্কর্য তৈরি করা হতো সেগুলো সাধারণত মাটির তৈরি হইতো৷ তবে এখন আধুনিকতার সাথে তাল মিলিয়ে মানুষ ইট, বালু ও সিমেন্ট দিয়ে ভাস্কর্য তৈরি করেন। এ সকল ভাস্কর্য অনেক মজবুত হয়ে থাকে। এর স্থায়িত্বকাল অনেকদিন পর্যন্ত হয়ে থাকে। শিশু পার্ক ও বিনোদন কেন্দ্র গুলোতে গেলে নানান ধরনের ভাস্কর্য দেখতে পাওয়া যায়। পাখি, মানুষ, বাঘ, সিংহ, জিরাফ ও হাতির ভাস্কর্যজনক পাওয়া যায়।

ভাস্কর্য তৈরি করা আমাদের ইসলামের দৃষ্টিতে একটি জঘন্যতম কাজ। ভাস্কর্য তৈরি করা মোটেও ঠিক নয়। তার তারপরেও আমাদের দেশের মানুষ যেখানে সেখানে ভাস্কর্য পাওয়া যায় তৈরি করে রাখেন। যাদের মনে আল্লাহ তাআলার ভয় আছে তারা ভাস্কর্য তৈরি করেন না।

1000002518.jpg