6 teenagers die due to train injuries in India(ভারতে ট্রেনে কাটা পড়ে ৬ কিশোরের মৃত্যু)

in #life7 years ago

Six teenagers died due to train injuries in Uttar Pradesh On Sunday, another teenager was seriously injured in hospital accident in Hapur in Uttar Pradesh. Eyewitnesses say the boys were walking on the railway track while reading the cut and they were listening to the song in the earphone headphones.The 14 to 16-year-old boys worked as a day laborer. They went to Hyderabad to go to Hyderabad. After missing the train, they were cut off on the train as they came back. Six teenagers died on the spot.(ভারতের উত্তর প্রদেশে ট্রেনে কাটা পড়ে ছয় কিশোরের মৃত্যু হয়েছে। রোববার উত্তর প্রদেশের হাপুরে এই দুর্ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাটা পড়ার সময় ওই কিশোররা রেললাইন ধরে হেঁটে যাচ্ছিল এবং তারা কানে হেডফোনে লাগিয়ে গান শুনছিল। ১৪ থেকে ১৬ বছর বয়সী ওই কিশোররা দিনমজুর হিসেবে কাজ করত। হায়দরাবাদ যাওয়ার উদ্দেশে তারা ট্রেন ধরতে গিয়েছিল। ট্রেন মিস করার পর ফিরে আসার পথে তারা ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই ছয় কিশোরের মৃত্যু হয়।)