জীবন
প্রতিটা মানুষ তার ছেলে বেলাটা অনুভব ও উপলব্ধি করে বৃদ্ধ
বয়সে,
কারণ যৌবনের ব্যাস্তায় পথ চলতে চলতে বয়স তাকে একদিন অবসর নিতে বাধ্য করে,
আর বয়সের শেষের দিকে মানুষ একাকিত্বের আঙিনায় অতীতের ঘটে যাওয়া স্মৃতি গুলো কে নিজের সঙ্গী মনে করে, সময়ের সাথে সাথে ফেলে আসা দিনগুলো
তাকে বারবার মনে করিয়ে দেয় বৃদ্ধ বয়সে,
ক্ষণস্থায়ী এই পৃথিবীর মাঝে মানুষের
জীবন বৈচিত্রের গল্প গুলো লেখা হয় ডাইরির পাতায়, যার থেকে কিছু কথা রুপান্তরিত হয় গল্প ছড়া ও উপন্যাসে আর বাকি কথা গুলো অগচরে রয়ে যায় মনের খাতায়।