খেলাsteemCreated with Sketch.

in #lifelast year

আজকে সাউথ আফ্রিকা নেদারল্যান্ডসের ম্যাচে মনে হচ্ছে নেদারল্যান্ডস জিতবে। আফ্রিকা ১৪৭ রানে ৮ উইকেট পরে গেছে। এখনো ৫৯ বলে ৯৯ রান প্রয়োজন। সাউথ আফ্রিকার ৩৬ রানে প্রথম উইকেট এর পতন হয়েছিল। প্রথম উইকেটে আউট হয়েছিলো ডি কক৷ এরপর আউট হয়েছিল বাভুমা। তিনি আউট হয়েছিলেন ৩৯ রানে। তিনি ব্যক্তিগত ১৬ রানে আউট হয়েছিল। তিনি টোটাল ৩১ বল খেলেছিলেন। তিনি বর্তমানে কোন ফর্মেই নেই। দশ ওভার দুই বলে ৪২ রানে তিন উইকেট যায়। ১১ ওভার ২ বলে ৪৪ রানের চার উইকেট যায়। তারপর ৮৯ রানে ৫ উইকেট যায়। ১০৯ রানে ৬ উইকেটের পতন হয়। ১ শত ৪৫ রানে ৭ উইকেট এর পতন হয়। ১ শত ৪৭ রানে ৮ উইকেট এর পতন হয়। এখনো ৯০ রানের প্রয়োজন সাউথ আফ্রিকার ৫৩ বলে। আর হয়তো জেতার কোনো আশঙ্কায় নেই। আমার মনে হচ্ছে না যে সাউথ আফ্রিকা আজকে ম্যাচ জিততে পারবে। আমি চাচ্ছি যে নেদারল্যান্ড যেন আজকের ম্যাচটি জিতে।

1000002331.jpg

1000002329.jpg

New to Steemit?